গৌরীপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের পুরস্কার বিতরণ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২১ গৌরীপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের পুরস্কার বিতরণ গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে বর্ণিল আয়োজনে দু’দিনব্যাপি ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়শীল বাংলাদেশ’ উদযাপন করেছে উপজেলা প্রশাসন। রবিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এ উৎসবের। কর্মসূচীর মধ্যে ছিল উন্নয়ন মেলা, আনন্দ র্যালি, আলোচনা সভা, কুইজ, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উন্নয়ন মেলার সমাপণী দিনে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনা আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি প্রমুখ। আলোচনা শেষে উন্নয়ন মেলায় দৃষ্টিনন্দন স্টল সাঁজানোর জন্য প্রথম স্থান অর্জন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার, ২য় স্থান অধিকার করেন উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও ৩য় স্থান অধিকার করেন উপজেলা প্রানী সম্পদ বিভাগ। এছাড়া কুইজ প্রতিযোগিতায় ৩জন ও রচনা প্রতিযোগিতায় ৩জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পরে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। মেলায় স্টলগুলোতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম ও বর্তমান সরকারের উন্নয়ন চিত্র উপস্থাপন করা হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা-কর্মীবৃন্দ, পুলিশ বিভাগ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ স্থানীয় সর্বস্তরের জনগণ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করেন। Share this:FacebookX Related posts: গৌরীপুরে ঘুরাঘুরি ও দোকান খোলা রাখায় ৫জনকে জরিমানা গৌরীপুরে বিয়ের প্রলোভনে এক সন্তানের জননীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার গৌরীপুরে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন ডা.আমান গৌরীপুরে চার বছর পর হতদরিদ্ররা জানলেন তারা তালিকাভুক্ত উপকারভোগী গৌরীপুরে ৫ শতাধিক হতদরিদ্র ও শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তার উদ্বোধন গৌরীপুরে কর্মহীনদের মাঝে এমপির খাদ্য সামগ্রী বিতরন গৌরীপুরে ৬’শ দুস্থ পরিবারের খাদ্যের দায়িত্ব নিলেন জরিনা খাতুন গৌরীপুরে অসহায়দের পাশে থানার অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিন গৌরীপুরে মেছো বিড়াল উদ্ধার গৌরীপুরে পৌনে ৩ কোটি টাকা ব্যায়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের উন্নয়ন কাজ শুরু গৌরীপুরে মেয়রের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া-মাহফিল গৌরীপুরে ২০ কেজি গাঁজা উদ্ধার, ২ মাদক ব্যবসায়ী আটক SHARES Matched Content দেশের খবর বিষয়: উদযাপনেরগৌরীপুরেপুরস্কার বিতরণস্বাধীনতার সুবর্ণজয়ন্তী