জমকালো আয়োজনে হালুয়াঘাট প্রেস ক্লাবের নতুন কমিটির অভিষেক

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২১
জমকালো আয়োজনে হালুয়াঘাট প্রেস ক্লাবের নতুন কমিটির অভিষেক

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাট প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক কার্যকরী পরিষদের অভিষেক উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিলো আলোচনা সভা, শপথ বাক্য পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোমবার (৮ই মার্চ) বিকেলে উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক জোটন চন্দ্র ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য ও হালুয়াঘাট প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা জুয়েল আরেং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, পৌর মেয়র খাইরুল আলম ভূঞা, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, যুবলীগের আহবায়ক নাজিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, ওয়ারিছ উদ্দিন সুমন, জাহাঙ্গীর হোসেন, আবু নাসের সরকার সহ শিক্ষক, সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দৈনিক সময় সংবাদ

জমকালো আয়োজনে হালুয়াঘাট প্রেস ক্লাবের নতুন কমিটির অভিষেক


এছাড়াও হালুয়াঘাট প্রেস ক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য নরেশ চন্দ্র সরকার ও অধ্যাপক জয়দেব দত্ত উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে নব-নির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান হালুয়াঘাট প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং।
দৈনিক সময় সংবাদ

হালুয়াঘাট প্রেস ক্লাবের নতুন কার্যকরী পরিষদের নতুন সদস্যরা হলেন, সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক জোটন চন্দ্র ঘোষ, সহ-সভাপতি সাইফ জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিশু, সাংগঠনিক সম্পাদক শুভাশিষ সরকার শুভ, দপ্তর সম্পাদক সাইদুর রহমান রাজু, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, তথ্যপ্রযোক্তি ও প্রচার সম্পাদক এমএ খালেক, সম্মানিত সদস্য এম.এ হামিদ, দুলাল রায়, এম এ মালেক।
দৈনিক সময় সংবাদ
শপথ গ্রহণ শেষে বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী ক্লোজআপ তারকা সালমা ও এইচ পি সোহাগের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।