মির্জাপুরে ৫ গুণীজন ও এক শিক্ষাপ্রতিষ্ঠানকে সংবর্ধনা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১ অনলাইন ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে ৫ গুণীজন ও এক শিক্ষাপ্রতিষ্ঠানকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করটিয়ার সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর আলীম মাহমুদ। এ অনুষ্ঠানে ৫ গুণীজন ও এক শিক্ষাপ্রতিষ্ঠানকে নিঃস্বার্থ ভাবে ও সৃজনশীল আধুনিক মির্জাপুর গড়তে বিশেষ অবদানের জন্য এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধিতরা হলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কবি মো. আবদুল মালেক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক কিসমত খোন্দকার, শিক্ষক ও সাংবাদিক বিবেকানন্দ চক্রবর্তী (মরণোত্তর), এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জের কৃষিবিদ ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন, মির্জাপুর পৌর সদরের বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশন আরা। সৃজন মির্জাপুরের সভাপতি মো. সহিনুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য আবুল কালাম আজাদ, গুলশান কমার্স কলেজের প্রতিষ্ঠাকালীন পরিচালক আব্দুর রাজ্জাক খান রানা, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ পল্লী উন্নয়ন ফেডারেশনের চেয়ারম্যান খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আল মামুন খান প্রমূখ। সৃজন মির্জাপুরের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম শেলীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সৃজন মির্জাপুরের সকল সদস্যবৃন্দ, উপজেলার কর্মরত সংবাদকর্মীরা। Share this:FacebookX Related posts: মির্জাপুরে ২২ হেক্টর জমির ধান পানির নিচে! মির্জাপুরে ডাকাতির প্রস্ততিকালে ১ ডাকাত গ্রেপ্তার মির্জাপুরে ৩০ গ্রাম পুলিশকে বাইসাইকেল বিতরণ মির্জাপুরে ৪ ইট ভাটা ধ্বংস, ২৪ লাখ টাকা জরিমানা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি স্বর্ণের বারসহ আটক-১ টাঙ্গাইলে তিন স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২ টাঙ্গাইলে ৩ স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় দুজনের দায় স্বীকার ইউএনও’র গাড়ি ভাঙচুর করে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা,আহত-৪ মাদারীপুরে শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী সভা-র্যালি খালেদা জিয়ার বাসভবনে জীবানুনাশক স্প্রে মাদারীপুরে নতুন আরো ২৯ জনসহ আক্রান্ত ৭৩৮ নিখোঁজ যুবকের অর্ধগলিত লাশ নদী থেকে উদ্ধার SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ৫ গুণীজনএক শিক্ষাপ্রতিষ্ঠানকে সংবর্ধনামির্জাপুরে