বঙ্গবন্ধুকে তার প্রাপ্য মর্যাদা অবশ্যই দিতে হবে : মির্জা ফখরুল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১ সময় সংবাদ ডেস্কঃবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার প্রাপ্য সম্মান-মর্যাদা অবশ্যই দিতে হবে । তিনি বলেন, ‘আমরা নতুন করে ৭ মার্চ পালন করছি। এটা নিয়ে প্রশ্ন এসেছে। আসলে নতুন কিছু করতে গেলেই প্রশ্ন আসবে, এটাই স্বাভাবিক। আমরা শুধু ৭ মার্চ নয়, ২ ও ৩ মার্চ পালন করছি। ২ মার্চ কেন পালন করছি? কারণ সেইদিন প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিল আ স ম আব্দুর রব এবং তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদ।’ শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সম্পাদক ও মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় করতে এ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। ইতিহাস সমস্ত বইয়ে আছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, কাউকে কোনো রকম খাটো করার ইচ্ছা আমাদের নেই। আগেও ছিল না। বিশেষ করে স্বাধীনতার ব্যাপারে প্রকৃত সত্য উৎঘাটিত করতে হবে। আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছি, তার প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময় চোখের সামনে ভাসে। ৯ মার্চ পল্টন ময়দানে মওলানা ভাসানী কী বলেছিল, সেটাও তো ইতিহাস। একইভাবে ২৬ মার্চ জিয়াউর রহমানের যে ঘোষণার, যার পরিপ্রেক্ষিতে মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েতে অনুপ্রাণিত করেছিল, এটা ইতিহাস। সুতরাং এগুলো কোনটাই অস্বীকার করা যাবে না। তিনি আরও বলেন, কিন্তু দুর্ভাগ্য যে স্বাধীনতার ৫০ বছর আমরা এতোই বিভক্ত হয় পড়েছি যে, আওয়ামী লীগ শুরু থেকেই জাতিকে স্বাধীনতা পক্ষে-বিপক্ষে, চেতার পক্ষে-বিপক্ষে ভাগ করে ফেলেছে। এ চেতনা নিয়ে কি দেশ স্বাধীন হয়েছিল? যে আমি গণতন্ত্রকে লুট করে নেব। আগের রাতে ভোট করে ক্ষমতা নিয়ে নেবে। আমি একজন লেখব, একজন নিরীহ মানুষকে সত্য সমালোচনার কারণে জেলে দিয়ে দেবো। তাকে জেলেই মৃত্যুবরণ করতে হবে। আজকে ডিজিটাল আইনে সাংবাদিকরাই সবচেয়ে বেশি বিপদে পড়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, প্রায় ৪শ সাংবাদিক বিভিন্নভাবে এই আইনের শিকার হয়েছেন। কতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবার অপরাধ কী, লেখা? সাগর-রুনি তাদের অপরাধ কী। আমার প্রশ্ন হচ্ছে, এগুলোর জন্য তো স্বাধীনতা করিনি। এ জন্য তো স্বাধীনতা চাইনি। আমরা চেয়েছিলাম একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। কোনো ব্যক্তি, গোষ্ঠী, পরিবারের জন্য তো এ দেশ স্বাধীন করিনি। মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল চিকিৎসা শেষে সন্ধ্যায় দেশে ফিরছেন মির্জা ফখরুল ফখরুলের কাছে ভোট চাইলেন আতিক খালেদা জিয়া সুচিকিৎসা পাচ্ছেন না : ফখরুল মিথ্যাচার করে জিয়াকে খাটো করার অপচেষ্টা করছে: ফখরুল সরকারের ষড়যন্ত্রে সাংবাদিক রুহুল আমিন গাজী গ্রেফতার: ফখরুল গণতন্ত্রকে সরকার চিরদিনের জন্য কবরস্থ করতে চায় : ফখরুল নির্বাচন কমিশন চূড়ান্ত নির্লজ্জ: ফখরুল নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করেছে আ.লীগ : ফখরুল বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ফখরুল সরকার টিকা নিয়ে লুটপাট শুরু করেছে: ফখরুল মুশতাকের মৃত্যুর সঙ্গে রাষ্ট্রশক্তি জড়িত: ফখরুল SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: দিতে হবে :ফখরুলবঙ্গবন্ধুকে তার প্রাপ্য মর্যাদা অবশ্যইমির্জা