মির্জাপুরে ৩০ গ্রাম পুলিশকে বাইসাইকেল বিতরণ

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০

অনলাইন ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে ৩০ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল বিতরণ করেছে জেলা প্রশাসন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়াও, উপজেলার সকল ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে পোষাক, ছাতা, বাঁশি ইত্যাদি সরঞ্জামও বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাইসাইকেলসহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

অপরদিকে, মির্জাপুর সদরে অবস্থিত ‘চৌধূরী ফার্মেসীর’ সৌজন্যে উপজেলা পরিষদের সামনের অংশে জীবাণুনাশক টানেলের উদ্বোধন করা হয়।