মির্জাপুরে ৪ ইট ভাটা ধ্বংস, ২৪ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ ভাবে ইট ভাটা চালানোর দায়ে ৪ প্রতিষ্ঠানকে ২৪ লাখ টাকা জরিমানা করে ভাটাগুলো ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

যে সকল ভাটা ভাঙ্গা হয়েছে, ভাই ভাই ব্রিকস্, আশাদিশা ব্রিকস্, হাকিম ব্রিকস্ ও স্টার স্টাইল ব্রিকস্।

জানা যায়, দীর্ঘদিন ধরে এই ৪টি ইট ভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধ ভাবে পরিচালিত হয়ে আসছিলো। এমন সংবাদের ভিত্তিতে এবং প্রতিনিয়ত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযান পরিচালনার পর পরই আবার ইট ভাটাগুলোতে পুনরায় মেরামতপূর্বক কাজ করতে দেখা গেছে।

অভিযান পরিচালনাকালে টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মোজাহিদুল ইসলামসহ র‌্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।