তাবিজ দেয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণ, কবিরাজ আটক

প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২১

অনলাইন ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে তাবিজ দেয়ার কথা বলে গৃহবধূকে (২০) ধর্ষণের দায়ে শফিকুল ইসলাম (৩২) নামে এক কবিরাজকে আটক করেছে র‍্যাব-১।

আটক শফিকুল ইসলাম উপজেলার বাগমারা গ্রামের মৃত জহিরুল হকের ছেলে। সে দীর্ঘদিন ধরে মুদী দোকানের পাশাপাশি কবিরাজি ব্যবসা করত।

বৃহস্পতিবার বিকেলে ওই কবিরাজকে আটক করার কথা জানিয়েছেন র‍্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, মুদী দোকানে পণ্য আনতে গিয়ে ওই গৃহবধূর সাথে পরিচয় হয় শফিকুল ইসলামের। স্বামীর সাথে বনিবনা করাতে তাবিজ দেয়ার আশ্বাস দিয়ে নিজ ঘরে নিয়ে গৃহবধূকে ধর্ষণ করে এ কবিরাজ। পরে গৃহবধূর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরের দিকে তার নিজ এলাকা থেকে শফিকুলকে আটক করা হয়।

আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, আটক শফিকুল কবিরাজি ব্যবসার আড়ালে একাধিক নারীকে যৌন নির্যাতন করেছে বলে গোয়েন্দা সূত্রে জানা যায়। জিজ্ঞেসাবাদে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে ওই গৃহবধূকেও ধর্ষণের কথা স্বীকার করে শফিকুল ইসলাম।

এ ঘটনায় শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।