সীতাকুণ্ডে লবনের গাড়িতে কোটি টাকার ইয়াবা, আটক ২

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১

সময় সংবাদ ডেস্কঃচট্টগ্রামের সীতাকুণ্ডে লবণ বোঝাই ট্রাকে করে পাচারকালে মিললো কোটি টাকার ইয়াবা। এসময় পাচারে জড়িত ট্রাক ও চালকের সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বিএন সোনারগাঁ ফিলিং স্টেশনের সামনে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ দু’পাচারকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন,পাবনা জেলার সাথিয়া আতরশোভা এলাকার মো.ইদ্রিস হোসেনের ছেলে ট্রাক চালক মো. মাসুদ রানা (২৮) এবং একই থানার লস্করপুর এলাকার মো.আফজাল মোল্লার ছেলে মো.ফরিদ মোল্লা (২০)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী এএসপি মাশকুর রহমান বলেন,গোপন খবরের ভিত্তিতে মহাসড়কের বাড়বকুণ্ড বিএন সোনারগাঁ ফিলিং স্টেশন এলাকায় র‌্যাবের বিশেষ টিমের নেতৃত্বে চেকপোষ্ট বসানো হয়। এসময় ঢাকামুখি লবন বোঝাই ট্রাককে থামতে সংকেত দেওয়া হয়। এসময় ট্রাক চালাক সংকেত উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব ট্রাকের গতিরোধ করে চালক ও তার সহকারীকে আটক করেন। পরে ট্রাক চালকের স্বীকারোক্তিতে সিটের পেছন থেকে ২৬ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় এক কোটি ত্রিশ লক্ষ টাকা।