পটুয়াখালীতে সরকারি চালসহ আটক ২ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০ অনলাইন ডেস্ক : পটুয়াখালীতে সরকারি ১০ বস্তা চালসহ দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে জব্দকৃত চাল ও আটককৃত দুই জনকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার রাত ১২টার দিকে খবর পেয়ে সদর উপজেলার উত্তর ধরান্দি বাজার থেকে চালসহ দুইজনকে আটক করে কলাগাছিয়া ফাড়ি পুলিশ। কলাগাছিয়া ফাড়ি ইনচার্জ মো. সাইদুল ইসলাম জানান, রাত ১২টার দিকে ধরান্দি এলাকার জাকির হোসেন নামের এক চালকের টমটমে ১০ বস্তা চাল নিয়ে উত্তর ধরান্দি বাজারে সোহাগের দোকানের সামনে নিয়ে যায়। এ সময় সোহাগ ও টমটম চালক জাকির চালের বস্তা দোকানে নেয়ার প্রস্তুতিকালে এলাকাবাসী তাদের হাতে নাতে ধরে পুলিশে খবর দেয়। তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০ টি বস্তায় প্রায় ৪০০ কেজি চালসহ টমটম চালক জাকির হোসেন ও ব্যবসায়ী সোহাগকে আটক করে। মঙ্গলবার তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের বরাত দিয়ে ফাড়ি ইনচার্জ আরও জানান, ধরান্দি এলাকার বশির সিকদার তার বাড়ীতে রাখা চাল টমটম চালক জাকিরকে দিয়ে সোহাগের দোকানে বিক্রি করতে পাঠায়। বাজারের সাধারন বস্তায় ভর্তি করা চাল সরকারি বলেও নিশ্চিত করেন ওসি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতি বলেন, চালসহ দুজনকে আটক করা হয়েছে। জব্দকৃত চাল সরকারি কিনা সেটা তদন্ত করে নিশ্চিত হওয়ার পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। Share this:FacebookX Related posts: গ্রাহকের আড়াই কোটি টাকা নিয়ে উধাও হায় হায় কোম্পানি, আটক ২ পটুয়াখালীতে ঘূর্ণিঝড় আম্পানে নিহত দুই, বেড়িবাঁধ ভেঙে প্লাবিত ১৭ গ্রাম মির্জাগঞ্জে চোরাই মালামালসহ আটক-২ পটুয়াখালীতে তক্ষকসহ এক ব্যক্তি আটক পটুয়াখালীতে আরও ৩ জন করোনা আক্রান্ত পটুয়াখালীতে করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভা নববধূ চম্পা হত্যা মামলার অন্যতম নারী আসামি আটক করোনার ঝুঁকি এড়াতে মির্জাগঞ্জে স্কুল মাঠে বসল বাজার খাটের নিচ থেকে টিসিবির বিপুল পরিমাণ সোয়াবিল তেল উদ্ধার, আটক ২ কর্মগুণে পুরস্কার পেলেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ মির্জাগঞ্জে ১৭ বছরেও হয়নি কমিটি, নেতৃত্বশূন্য ছাত্রদল কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত SHARES Matched Content দেশের খবর বিষয়: আটক ২পটুয়াখালীতেসরকারি চালসহ