ভালুকায় আমন সংগ্রহের ধান দিতে গিয়ে আটক-২ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০ তমাল কান্তি সরকার,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় চলতি আমন মৌসুমে অবৈধ ভাবে সরকারী দামে ধান দিতে গিয়ে ধানভর্তি ট্র্রাকসহ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলা খাদ্যগোদামে। উপজেলা গোদাম কর্মকর্তা সূত্রে জানা যায়, চলতি আমন মওসুমে ভালুকায় ধান সংগ্রহে চাহিদা দেয়া হয়েছে এক হাজার ৯৯১ মেট্রিকটন। গত ডিসেম্বর মাসের ১০ তারিখে তা উদ্বোধন করা হয় এবং ফেব্রুয়ারী মাসব্যাপী সংগ্রহের কথা রয়েছে। এ পর্যন্ত সংগ্রহ করা হয়েছে ২২৯ মেট্রিকটন। মঙ্গলবার সকালে নিবাহী কর্মকর্তা মাসুদ কামাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধান নামানোর প্রস্তুতিকালে ৬ মেট্রিকটন ধানভর্তি একটি ট্রাক জব্দ করেন এবং এর সাথে জড়িত থাকার অভিযোগে সাখাওয়াত হোসেন ও রাকিবুল হাসান নামে উপজেলার মেদুয়ারী গ্রামের দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন। জানা যায়, উপজেলার মেদুয়ারী ব্লকে ধান সরবরাহের জন্য লটারীর মাধ্যেমে ২১ জন কৃষকের নাম লিপিবদ্ধ করা হয়। কিন্তু তালিকায় আটককৃত যুবকদের নাম থাকলেও উপসহকরী কৃষি কর্মকর্তা তাদের চিনেন না বলে নির্বাহী কর্মকর্তার কাছে স্বীকার করেন। পরে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা ওই গ্রামের আফজাল হোসেনের নামে এসব ধান সরবরাহ করছেন বলে জানান। তবে অভিযুক্ত আফজাল হোসেন বিষয়টি অস্বীকার করেন। অভিযোগ রয়েছে, মাঠে না গিয়ে উপসহকারী কৃষিকর্মকর্তারা তাদের মনগড়ামতো তালিকা দেয়ায় এমনটি সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত খাদ্যগোদাম কর্মকর্তা সরকারী খালী বস্তা প্রকৃত কৃষকদের না দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে ধান সংগ্রহ করা হচ্ছে। উপজেলার মেদুয়ারী ব্লকের উপসহকারী কৃষিকর্মকর্তা আলাউদ্দিন তালিকা প্রনয়নের বিষয়ে গাফলতির কথা স্বীকার করে বলেন, তালিকা করতে তার আরো আন্তরিক হওয়ার প্রয়োজন ছিলো। উপজেলা কৃষি কর্মকর্তা নারগিস আক্তার জানান, উপসহকারী কৃষি কর্মকর্তার দায়িত্বে অবহেলার কারণে এ ঘটনাটি ঘটেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ভারপ্রাপ্ত খাদ্যগোদাম কর্মকর্তা আবুল বাশার ধানসংগ্রহে অনিয়মের কথা অস্বীকার করে বলেন, কৃষক হলেই আমি ধান নিবো, যাচাইবাছাই করার সময় আমার নেই। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি খাদ্যগোদামে গিয়ে ঘটনার সত্যতা পান এবং ধানভর্তি ট্রাকসহ দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে ভারপ্রাপ্ত খাদ্যগোদাম কর্মকর্তাকে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেয়া হয়েছে। ভালুকা মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, ধানভর্তিট্রাকসহ দুই যুবক থানায় রয়েছে। লিখিত কোন অভিযোগ পাইনি। আটককৃতরা জানান,ভারপ্রাপ্ত খাদ্যগোদাম কর্মকর্তা আবুল বাশার ও অফিস সহকারী মফিজুল ও বিল্লালের কথা মত আমরা ধান নিয়ে খাদ্য গোদামে আসি। Share this:FacebookX Related posts: ভালুকায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভালুকায় উপজেলা চেয়ারম্যানের সংবাদ সম্মেলন ভালুকায় যুবক খুন ভালুকায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত ভালুকায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর উৎসব উপলক্ষে আলোচনা সভা ভালুকায় মুক্তিযোদ্ধে অংশ গ্রহণ করেও মুক্তিযোদ্ধা হতে পারেনি বলরাম বর্মন ভালুকায় ফ্যাক্টরীর মালিক কর্তৃক মাটি ফেলে খাল ও জলাশয় ভরাটের অভিযোগ ভালুকায় পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা হালুয়াঘাটে সৎ পিতা কর্তৃক শিশুপুত্র অপহরণ,মায়ের নিকট মুক্তিপণ দাবি আটক-২ সাংবাদিকের নামে ফেইসবুকে অপপ্রচার! আটক-২ ময়মনসিংহে টিসিবি’র ৪২ লিটার সয়াবিন তেল উদ্ধার আটক-২ বিড়িতে নকল ব্যান্ডরোল ব্যবহার, আটক ২ SHARES Matched Content দেশের খবর বিষয়: আটক ২আমন সংগ্রহের ধানভালুকা