এক নারীর দায়ের কোপে আরেক নারী নিহত

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের লামায় এক নারীর দায়ের কোপে আরেক নারী নিহত হয়েছেন। ঘাতক নারীকে আটক করেছে পুলিশ।সোমবার সন্ধ্যায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি ত্রিডেবা পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত থ্যাংচিং মার্মা (৪৫) ত্রিডেবা পাড়ার বাসিন্দা মংহ্লা মার্মার স্ত্রী।

ঘাতক এ্যালাউ মার্মা একই পাড়ার বাসিন্দা মৃত উকেনো মার্মার স্ত্রী।

জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে থ্যাংচিং মার্মা ও এ্যালাউ মার্মার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। একপর্যায়ে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে থ্যাংচিং মার্মা ত্রিডেবা পাড়ার পাশ দিয়ে নিজ ঘরে যাচ্ছিলেন। এ সময় থ্যাংচিং মার্মাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় এ্যালাউ মার্মা। এতে ঘটনাস্থলেই থ্যাংচিং মার্মা মারা যান।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।