একই রশিতে মা-মে‌য়ের আত্মহত্যা

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক : ‌কি‌শোরগ‌ঞ্জের তাড়াই‌লে একটি ঘর থেকে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।সোমবার রাত সা‌ড়ে ১০টার দি‌কে উপ‌জেলার দা‌মিহা ইউ‌নিয়‌নের রা‌হেলা গ্রামে এ ঘটনা ঘ‌টে।
নিহতরা হলেন, ওই গ্রা‌মের ওমা‌য়ে‌রের স্ত্রী শাহনাজ (৩০) ও তার মে‌য়ে প্রিয়‌তি (১২)।

পু‌লিশ জানায়, রা‌হেলা গ্রা‌মের ওমা‌য়ে‌রের স্ত্রী শাহনাজ ও তার মেয়ে প্রিয়‌তির মর‌দেহ বসতঘ‌রের আড়ায় (ধর্ণা) এক‌টি দ‌ড়ি‌তে ঝুল‌তে দে‌খে আশপা‌শের লোকজন পু‌লি‌শে খবর দেয়। খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে গি‌য়ে ঘ‌রের দরজা ভে‌ঙে তা‌দের মরদেহ উদ্ধার ক‌রে পু‌লিশ। এ সময় নিহতের স্বামী ওমা‌য়ের‌কে বা‌ড়ি‌তে পাওয়া যায়‌নি।

তাড়াইল থানার ওসি মো. ম‌জিবুর রহমান জানান, শাহনাজ এক সময় ওমা‌নে শ্র‌মি‌কের কাজ কর‌তেন। বা‌ড়ি আসার পর স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভা‌লো যা‌চ্ছি‌ল না। তি‌নি নর‌সিংদী‌তে আরেক‌টি বি‌য়ে ক‌রে‌ছেন। ত‌বে মা ও ‌মে‌য়ের মৃত্যুর স‌ঠিক কারণ জানা যায়‌নি।