মিয়ানমারে দ্বিতীয় দিনের মতো রাস্তায় হাজারো প্রতিবাদকারী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১ সময় সংবাদ ডেস্কঃমিয়ানমারে সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো মিয়ানমারে বিক্ষোভ চলছে। রোববার সকাল থেকে ইয়াঙ্গুনের রাস্তায় নেমে বিক্ষোভ করছেন কয়েক হাজার মানুষ। সকালে মাওলামাইন ও মান্ডালেও ছোট ছোট বিক্ষোভের খবর পাওয়া গেছে। খবর বিবিসির মায়ো উইন (৩৭) নামে এক বিক্ষোভকারী বলেছেন, আমরা গণতন্ত্র ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি দাঙ্গা পুলিশ সাঁজোয়া যান নিয়ে অবস্থান নিয়েছে। শনিবার দেশটির প্রধান শহর ইয়াঙ্গুনে কয়েক হাজার মানুষ সামরিক শাসনের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ করেন। ‘মিলিটারি শাসন ব্যর্থ, গণতন্ত্র জিতেছে’ এমন স্লোগান দেন বিক্ষোভকারীরা। গত সোমবার সামরিক অভ্যুত্থানের পর শনিবারই প্রথম মিয়ানমারের সড়কে এত বড় আকারে বিক্ষোভ দেখা যায়। শনিবার কারখানার শ্রমিক, ছাত্রসহ কয়েক হাজারমানুষ বিক্ষোভে অংশ নিয়ে অং সান সু চির মুক্তি দাবি করেন। তারা ইয়াঙ্গুনের রাস্তায় পদযাত্রা করার সময় বাসগুলো হর্ন বাজিয়ে তাদের প্রতি সমর্থন জানায়। পথচারীরা তিন আঙ্গুল উচিয়ে ‘হাঙ্গার গেমস’ স্যালুট প্রদর্শন করে। হাঙ্গার গেমস সিনেমায় দেখানো এই প্রতীকটি ওই অঞ্চলে প্রতিবাদ প্রকাশের ভাষা হয়ে উঠেছে। মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্টারনেট বন্ধকে ‘জঘন্য ও বেপরোয়া’ বলে আখ্যায়িত করেছে। সংস্থাটি সতর্ক করেছে, এটি মিয়ানমারের জনগণকে মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকিতে ফেলতে পারে। এর আগে দেশটিতে ফেসবুক, টুইটার ও ইন্সটাগ্রাম বন্ধ করে দেয় সামরিক বাহিনী। গত বছরের ৮ নভেম্বরের জাতীয় নির্বাচনে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নিরঙ্কুশ জয় পায়। কিন্তু সেনাবাহিনী সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) ভোটে প্রতারণার অভিযোগ তুলে ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানায় এবং নতুন করে নির্বাচন আয়োজনের দাবি তোলে। সোমবার ভোরে এনএলডি নেত্রী অং সান সু চি, দেশটির প্রেসিডেন্ট ও দলটির অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের আটক করা হয়। এরপর সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয় দেশটির সেনাবাহিনী। সেইসঙ্গে দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। Share this:FacebookX Related posts: আন্তর্জাতিক স্বীকৃতি পেল ভারতের বায়োটেক টিকা পুলিশের বাধা উপেক্ষা করে দিল্লিতে হাজারো কৃষক হালুয়াঘাটে শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ বাগেরহাটে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে র্যালি বড়াইগ্রামে বিভিন্ন আয়োজনে মুজিব বর্ষের প্রথম দিন উদযাপিত ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গৌরীপুরের বোরহান উদ্দিন চীনে করোনাভাইরাসের বিস্তার কমে আসছে, বুধবারে মাত্র একজন আক্রান্ত তাহিরপুরে নিম্নআয়ের মানুষ জনের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ কাদার যন্ত্রনায় কাঁদে শতাধিক পরিবার গৌরীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু ধর্মপাশায় গৃহনির্মাণ কাজ পরিদর্শনে ইউএনও চলতি বছরে বেনাপোল রেলপথে ২৬১ কোটি টাকা রাজস্ব আয় SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: প্মিয়ানমারে দ্বিতীয় দিনের মতো রাস্তায়রতিবাদকারীহাজারো