চট্টগ্রামে টিকা নিলেন শিক্ষা উপমন্ত্রী

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১

সময় সংবাদ ডেস্কঃশিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে টিকাদানের মধ্য দিয়ে রোববার চট্টগ্রামে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপমন্ত্রীর পর হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ূন কবির, সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেনসহ বিভিন্ন ব্যক্তি টিকা নেন।

টিকা নেওয়ার পর তাদের আধা ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। এর পর উপমন্ত্রী বক্তব্য দেন। মহিবুল হাসান চৌধুরী বলেন, টিকা নেওয়ার পর তার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি।

তিনি আরও বলেন, ‘যেকোনো ওষুধের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। এ ক্ষেত্রেও সামান্য কিছু কারও কারও থাকতে পারে। তবে আমার কোনো খারাপ কিছু লাগছে না।’