৯৯৯ এ ফোন কলে পাহাড়ে আটকে পড়া ৫ জন উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১ নিজস্ব প্রতিবেদক : জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের অগ্নিকুণ্ড পাহাড়ে বেড়াতে গিয়ে আটকে পড়া ৫ জনকে উদ্ধার করেছে সীতাকুণ্ড থানার পুলিশ ও ফায়ার সার্ভিস। উদ্ধারকৃতরা হলেন, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার রামকৃষ্ণ পুর গ্রামের সামছুল হুদার ছেলে হাবিবুর নবী শুভ (২৩), নোয়াখালীর সুধারাম থানার মহতাপপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে মো. শাহরিয়ার ইমন (২৩), চরজব্বার থানার সূবর্ণচর গ্রামের ফজলুল হকের ছেলে দেলোয়ার হোসেন (২৬) ও চট্টগ্রামের আনোয়ারা থানার জুইদন্ডি গ্রামের মুক্তারের ছেলে নাহিদ (১৪) ও সীতাকুন্ড থানার মান্দারীটোলা গ্রামের রাসেলের ছেলে সানি (৮)। শুক্রবার দুপুর পৌণে ৩টায় ৯৯৯-এ হৃদয় নামে এক কলার জানায়, তার ভাই ইমনসহ আরও কয়েকজন সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের অগ্নিকুণ্ড পাহাড়ে বেড়াতে গিয়ে পথ হারিয়ে ফেলেছে। এখন তারা উপরে উঠতে পারছেনা, নীচেও নামতে পারছেনা, কোন দিকে যাবে তাও বুঝতে পারছেনা। তিনি জানান, আটকে পড়া সবাই কিশোর ও তরুণ বয়সী। কোন উপায় না পেয়ে তিনি ৯৯৯ এ ফোন করেছেন। ৯৯৯ কলারের সঙ্গে সীতাকুণ্ড থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয় একইসঙ্গে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসে বিষয়টি জানায়। খবর পেয়ে সীতাকুন্ড মডেল থানার একটি মোবাইল টিম ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত ৫ জনের মধ্যে ৩ জন (শুভ, ইমন, দেলোয়ার) পর্যটক ও বাকী দু’জন (নাহিদ ও সানি) স্থানীয়। স্থানীয় নাহিদ ও সানি পর্যটকদের নিয়ে পাহাড়ে উঠার একপর্যায়ে পথ হারিয়ে আটকা পড়ে। পরে নিরুপায় হয়ে ৯৯৯-এ ফোন করে সীতাকুন্ড থানার সঙ্গে যোগাযোগ করে। Share this:FacebookX Related posts: চাঁদপুরে দেড়লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস নোয়াখালীতে ১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত লামায় বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু মাটিরাঙ্গায় বন্দুকযুদ্ধে ইউপিডিএফ সন্ত্রাসী নিহত নবীনগরে দুই এমপি’র আর্থিক অনুদান নবীনগরে পা কেটে উল্লাস আসামি ৮শ, গ্রেফতার ৪২ কক্সবাজারে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ যুবলীগকর্মী হত্যার প্রধান আসামি সোহেল ‘বন্দুকযুদ্ধে’ নিহত বান্দরবানের রোয়াংছড়িতে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয় ক্ষতি বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত নোয়াখালী জেলা পুলিশের উদ্যোগে প্রধানমন্ত্রী জন্মদিন উদযাপন নবীনগরে মহিলার গলিত লাশ উদ্ধার SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: ৫ জন উদ্ধার৯৯৯ এ ফোন কলেপাহাড়ে আটকে পড়া