মাদারীপুরে কচ্ছপ বিক্রেতার ৬ মাসের কারাদণ্ড

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১

সময় সংবাদ ডেস্কঃমাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের দীঘিপাড়া এলাকা শনিবার দুপুরে খুলনা বন অধিদপ্তরের বন্যপ্রানী অপরাধ নিয়ন্ত্রন ইউনিট অভিযান চালিয়ে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ ও কচ্ছপের খোলসসহ ভবতোষ সরকার (৪০) নামে এক বিক্রেতাকে আটক করে। পরে রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুজামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই বিক্রেতাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডা প্রদান করেন।

বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা অঞ্চল এর বন্যপ্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য জানান, দীর্ঘদিন ধরে ভবতোস সরকার অবৈধভাবে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ বিক্রি করছিল। আমরা গোপণ সংবাদের ভিত্তিতে রাজৈর উপজেলার কমদবাড়ী ইউনিয়নের দীঘিপাড়া এলাকায় ভবতোস সরকারের বাড়িতে ক্রেতা সেজে অভিযান চালিয়ে হাতেনাতে বিলুপ্ত প্রজাতির ৩৭টি জীবন্ত কচ্ছপ ও ৮৭টি কচ্ছপের খোলসসহ ভরপ সরকারের ছেলে ভবতোষ সরকারকে আটক করা হয়।

পরে উদ্ধারকৃত কচ্ছপসহ বিক্রেতা ভবতোষকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। উদ্ধারকৃত কচ্ছপগুলি উপজেলা নির্বাহী অফিসারের পুকুর, উপজেলা পরিষদের পুকুর ও থানার পুকুরে অবমুক্ত করে দেয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই বিক্রেতাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডা প্রদান করা হয়।