ছাড়পত্র পেল সেরামের টিকা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১ নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে আনা সেরাম ইনস্টিটিউটের করোনার ভ্যাকসিন মানবদেহে প্রয়োগের জন্য উপযুক্ত হওয়ায় ছাড়পত্র দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ‘টিকার প্রতিটি লটের নমুনা পুঙ্খানুপুঙ্খ ভাবে পরীক্ষা করা হয়েছে। আগামীকাল এই টিকা দিয়েই শুরু হবে করোনা ভাইরাসের টিকাদান।’ ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘এই ভ্যাকসিন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি। যুক্তরাজ্যের সর্বোচ্চ সংস্থা এই টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে এবং সে দেশে এটি প্রয়োগ করা হচ্ছে।’ তিনি বলেন, ‘ভারতের সেরাম ইন্সটিটিউট বিশ্বস্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী বিশ্বামানের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান। গত ১৬ জানুয়ারি থেকে ভারতে এই ভ্যাকসিন প্রয়োগ করছে। ভারতের সেই সব কাগজও পরীক্ষা করা হয়েছে।’ সোমবার বেলা ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সফোর্ডের ৫০ লাখ করোনার টিকার চালান এসে পৌঁছায়। টিকা আসার পর সেটি সরাসরি বেক্সিমকোর টঙ্গী গুদামে নিয়ে যাওয়া হয়। পরে সরকারের চাহিদা অনুসারে বিতরণ করা হবে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, বেক্সিমকো বণিজ্যিক ভাবে কোন ভ্যাকসিন আনছে না। সরকারি তালিকায় ওষুধ কোম্পানির নাম না থাকায় শুধু তাদের জন্যই ১০ লাখ ডোজ আনা হচ্ছে। এর বাইরে কেবল বিজেএমইকে দেওয়া হতে পারে। তাছাড়া বাইরে বাণিজ্যিক ভাবে এই টিকা বিক্রি হবে না। তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা মেনে ৬৪ জেলায় টিকা সরবরাহ করবে বেক্সিমকো। কোথাও কোল্ড চেইন ব্রেক হয়নি সেটিও নিশ্চিত করবেন তারা। Share this:FacebookX Related posts: গণমাধ্যমে শৃংখলা ও পেশাদারিত্ব নিশ্চিতের আহ্বান জানালেন রাষ্ট্রপতি ‘থানা হেফাজতে আত্মহত্যার দায় পুলিশ এড়াতে পারে না’ চট্টগ্রাম-৮ এর নবনির্বাচিত এমপি মোছলেম উদ্দিন আহমেদের শপথ অনুষ্ঠিত সরকারি চাকরিতে অষ্টম গ্রেড বা ওপরের পদেও কোটা থাকবে না করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪ বার্তা ঢাকা ছেড়েছে মার্কিন নাগরিকদের নিয়ে বিশেষ ফ্লাইট সোনার বাংলা-উপকূল এক্সপ্রেস চলাচল বন্ধ করোনার থাবায় প্রাণহানী ছাড়ালো দেড় হাজার চীন ভ্যাকসিন আবিষ্কার করলে সবার আগে বাংলাদেশে পাঠাবে অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক আমরা নিরাপদ খাদ্য চাই, খাদ্যে ভেজালকারীর শাস্তি চাই মুজিববর্ষে ঢাকায় আসবেন মালদ্বীপের রাষ্ট্রপতি SHARES Matched Content জাতীয় বিষয়: ছাড়পত্র পেলসেরামের টিকা