কুয়াশায় মুখোমুখি সংঘর্ষ, ২টি গাড়ি ভেঙে চুরমার

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১

সময় সংবাদ ডেস্কঃমুন্সীগঞ্জের সিরাজদিখানে ঘন কুয়াশার কারণে মুখোমুখি সংঘর্ষে দুইটি গাড়ি দুমড়ে-মুচড়ে গেছে। এতে চালকসহ পাঁচজন আহত হয়েছেন। সোমবার ভোরে ঢাকা-মাওয়া মহাসড়কের কুচিয়ামোড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

সিরাজদিখান থানার ওসি এসএম জালালউদ্দিন জানিয়েছেন, সোমবার ভোর ৭টার দিকে মাওয়া থেকে ঢাকাগামী আরাম পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে আরো একটি মাইক্রোবাস ও একটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এসময় ঘটনাস্থলে পাঁচজন মারাত্মকভাবে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা ঢাকার বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।

হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান, পুলিশ ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি জব্দ করেছে।