ধোবাউড়ায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের মতবিনিময় সভা

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯

কামরুল হাসান,ধোবাউড়া : ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গতকাল ৩০ ডিসেম্বর ২০১৯ইং সোমবার সকাল ১০:০০ ঘটিকায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি (সিইপি)’র নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পুরুষ ও ছেলেদের সম্পৃক্তকরণ প্রকল্পের উদ্যোগে সংবাদ মাধ্যম কর্মীদের অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাকিবুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, ধোবাউড়া এবং বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন জনাব অ্যাডভোকেট মোঃ হাবিবুর রহমান, সভাপতি, ধোবাউড়া প্রেসক্লাব ও মোঃ জালাল উদ্দীন, সভাপতি, ধোবাউড়া উপজেলা প্রেসক্লাব।

উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের সকল জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন কর্মসূচির কাজের সাথে যুক্ত পল্লী সমাজ, ইভাউসি ও ইয়্যূথ কমিটি ও গণনাটক প্রতিনিধির সদস্যবৃন্দ এবং ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন জনাব মোঃ গোলজার রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক, ব্র্যাক, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি, ময়মনসিংহ অঞ্চল, মোঃ গোলাম শফিউল আলম, সিনিয়র জেলা ব্যবস্থাপক, ময়মনসিংহ, সুমন কুমার, সেক্টর স্পেশালিস্ট, গণনাটক, দেবাশীষ হালদার, সেক্টর স্পেশালিস্ট (এসভিআই), সুরমিনা আক্তার, ফিল্ড অর্গানাইজার, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি প্রমূখ।

সুমন কুমার, সেক্টর স্পেশালিস্ট, গণনাটক কার্যক্রম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র ধর্মগ্রন্থ কোরআন থেকে তেলোয়াত ও ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ এর স্মরনে এক মিনিট নীরবতা পালন এবং শোক প্রকাশের মাধ্যমে সভা শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম। সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মোঃ গোলাম শফিউল আলম, সিনিয়র জেলা ব্যবস্থাপক, ব্র্যাক, সামাজিক ক্ষমতায় কর্মসূচি, ময়মনসিংহ।

মুল প্রবন্ধ উপস্থাপন শেষে উন্মুক্ত আলোচনা পর্ব পরিচালনা করেন মোঃ গোলজার রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক, ব্র্যাক, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি, ময়মনসিংহ অঞ্চল। উন্মুক্ত আলোচনা পর্বে উপস্থিত সাংবাদিকবৃন্দ তাদের মতামত তুলে ধরেন এবং কর্মসূচিকে আরও গতিশীল করতে সুচিন্তিত সুপারিশ প্রদান করেন ।

প্রধান অতিথির বক্তব্যে জনাব রাকিবুজ্জামন, উপজেলা নির্বাহী অফিসার, ধোবাউড়া বলেন, আমাদের দেশ মধ্যম আয়ের হয়েছে একসময় উন্নত দেশ হবে কিন্তু তার সাথে সাথে জাতি হিসেবে আমাদের আদর্শবান হতে হবে। বিশেষ অতিথির বক্তব্য অ্যাডভোকেট মোঃ হাবিবুর রহমান বলেন, সমাজ থেকে সকল ধরনের নির্যাতন ও সহিংসতা নির্মূল করতে হলে সবাইকে স্ব স্ব ক্ষেত্র থেকে সম্মিলিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জনাব মোঃ জালাল উদ্দীন বলেন, ব্র্যাক সহ সকল সামাজিক সংগঠনকে সাথে নিয়ে সম্মিলিতভাবে আমরা নারী ও শিশুর প্রতি সকল নির্যাতন নির্মূল করে একটি সুন্দর ধোবাউড়া বিনির্মান করতে চাই সকলের ঐকান্তিক সহযোগিতার মাধ্যমে। এছাড়াও সাংবাদিকবৃন্দ তাদের গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন।

ময়মনসিংহে গাঁজাসহ আটক-৪