ফেরিতে উঠতে গিয়ে মাইক্রোবাস নদীতে

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস নদীতে পড়ে গেছে। এতে মাইক্রোবাসে থাকা ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ৯টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরি ঘাটে এ ঘটনা ঘটে।

আরিচা কাম নদী ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মুজিবর রহমান, সকালের দিকে রাজবাড়ীগামী একটি মাইক্রোবাস ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। হাইসে থাকা ৫ জন যাত্রীর সবাইকে উদ্ধার করা গেছে। তারা সকলেই সুস্থ আছেন।

গাড়িটি রেকার দিয়ে উদ্ধার করা হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।