বাগাতিপাড়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০

নিউজ ডেস্কঃ নাটোরের বাগাতিপাড়ায় ওয়ারেন্ট ভূক্ত সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার প্রসঙ্গে এস আই রাকিবুল ইসলাম রাকিব জানান, আমি সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক পৃথক অভিযান চালিয়ে এক হাজার (১০০০) টাকা জরিমানাসহ (অনাদায়ে ১০দিন জেল) ওয়ারেন্ট ভূক্ত ১ বছর সাজাপ্রাপ্ত আসামি উপজেলার বাটিকামারী গ্রামের হায়দার আলীর ছেলে সুজন (সজীব), মিশ্রীপাড়া গ্রামের আয়নাল আলীর ছেলে ওয়ারেন্ট ভূক্ত আসামি আরিফুর ইসলাম এবং মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় মাদক সেবনরত অবস্থায় উপজেলার মাড়িয়া মোল্লাপাড়া গ্রামের দুলাল উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন (২৮) কে চিথলিয়া নামক এলাকা থেকে গ্রেপ্তার করি।

এবিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন গ্রেপ্তারের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত তিনজন কে বুধবার (৮ জানুয়ারি) আদালতের মাধ্যমে নাটোর জেলা হাজতে সোপর্দ্দ করা হয়েছে।