গাজীপুর গার্মেন্টস কর্মকতা অপহরণ: স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার-৪

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১

নিউজ ডেস্কঃ গাজীপুর মহানগরেরে কাশিমরপুরের চক্রবর্তী এলাকা থেকে অপহৃত স্থানীয় এপটেক গ্রুপের পোশাক কারখানার জ্যেষ্ঠ ব্যবস্থাপক (মাননিয়ন্ত্রণ) মোঃ রুহুল আমিন (৪৫) অপহরণে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাতে এক স্বামী-স্ত্রী ও অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা।

গ্রেপ্তাররা হলো-মহানগরীর বাসন থানার চাঁনপাড়া এলাকার বাসিন্দা মো. সবুজ হাওলাদার ও তার স্ত্রী মোসাঃ শারমিন আক্তার(২৫), কাশিমপুর থানার গোবিন্দবাড়ি এলাকার আবুল হাসেমের ছেলে মো. রাসেল মিয়া (৩০) এবং কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকার মো. নুর মিয়ার ছেলে মো. হাফিজুর ইসলাম (৩২)।

র‌্যাব-১-এর কোম্পনী কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, মোঃ রুহুল আমিন গোপালগঞ্জের মুকসুদপুর থানার আদমপুর এলাকার মো. আবুল বাশারের ছেলে। তিনি কাশিমপুরের চক্রবর্তী এলাকা থেকে স্থানীয় এপটেক গ্রুপের পোশাক কারখানায় জ্যেষ্ঠ ব্যবস্থাপক (মাননিয়ন্ত্রণ) চাকুরি করেন। ২৫ ডিসেম্বর সকালে তিনি কাশিমপুর থেকে চন্দ্রায় যাওয়ার উদ্দেশে যাওয়ার পথে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অপহরণকারীরা এসে ভিকটিমের কলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ভিকটিমকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে নিয়ে যায়। পরে গাজীপুরের মৌচাক এলাকার শালবনের ভিতর নিয়ে তাকে গাছের সাথে বেঁধে রেখে শারীরিক নির্যাতন করে এবং তার সাথে থাকা নগদ টাকা, মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয় তারা। এরপর অপহরণকারীরা তাদের ব্যবহৃত মোবাইল ফোন থেকে ভিকটিমের পরিবারের কাছে অপহরণের বিষয়টি জানায় এবং তাদের মুক্তিপন হিসেবে ৫ লক্ষ টাকা দাবি করে। মুক্তিপণের টাকা না পেলে তারা ভিকটিমকে খুন করে লাশ গুম করার হুমকিও দেয়। পরে ২৫ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে ভিক্টিমের স্বজনরা অপহরণকারীর তিনটি বিকাশ নম্বরে এক লাখ টাকা পাঠালে তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা।

পরে গত ২৬ ডিসেম্বর এ ব্যাপারে কাশিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং ১১ জানুয়ারি ভিকটিমের পরিবার গাজীপুরে পোড়াবাড়িস্থ র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানীর অফিসে গিয়ে গাজীপুর অপহরণকারীদের গ্রেপ্তারের জন্য আইনগত সাহায্য চায়। এরপর র‌্যাবের সোর্স নিয়োগসহ সকল ধরনের গোয়েন্দা কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা এলাকায় ১২জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে অপর দুইজনকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামীরা ওই অপহরণ ও মুক্তিপণ আদায়ের বিষয়ে স্বীকার করেন।

এ সময় গ্রেপ্তার আসামীদের দখল হতে ১টি স্টিলের চাপাতি, ২টি চাকু, ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোনসহ সর্বমোট ১০টি মোবাইল ফোন, বিকাশ লেনদেন এর কাজে ব্যবহৃত ৮টি সীম কার্ড, নগদ ২ হাজার ১শ টাকা উদ্ধার করা হয়।