অতিরিক্ত ডিআইজি হলেন ১৯ এসপি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১ নিউজ ডেস্কঃ অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়েছেন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৯ জন কর্মকর্তা। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- নৌপুলিশের এসপি মো. শফিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের এসপি মো. বরকতুল্লাহ খান ও নজরুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের ডিসি সারোয়ার মোর্শেদ শামীম, মো. ওয়ালিদ হোসেন ও মো. জামিল হাসান, বরিশাল মহানগর পুলিশের ডিসি আবু রায়হান মুহাম্মদ সালেহ, সিআইডির এসপি মো. শামসুল আলম। পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ আবদুল্লাহীল বাকী ও মো. মাসুদুর রহমান, ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশের এসপি সানা শামীনুর রহমান, এপিবিএনের মো. আতিকুর রহমান, চাঁদপুরের এসপি মো. মাহবুবুর রহমান, এসবির এসপি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মো. গিয়াস উদ্দিন আহমেদ, পিবিআইর এসপি মিয়া মাসুদ করিম, আরআরএফ রংপুরের কমান্ডেন্ট মো. মেহেদুল করিম, চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এসপি নওরোজ হাসান তালুকদার ও রংপুর রেঞ্জের এসপি মোহাম্মদ এনামুল হক। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। Share this:FacebookX Related posts: পররাষ্ট্র সচিব হলেন মাসুদ বিন মোমেন করোনামুক্ত হলেন শিক্ষামন্ত্রী অতিরিক্ত ডিআইজি হলেন ১৯ এসপি পোশাকে ও সাদা পোশাকে আজ থেকে হাতিরঝিলে অতিরিক্ত পুলিশ ৩১ অতিরিক্ত ডিআইজির বদলি বিমানের অনিয়ম ঠেকাতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে : মাহবুব আলী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ পবিত্র শবে বরাত ৯ এপ্রিল কুড়িগ্রামের সাবেক ডিসিসহ চার কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করোনায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ঢাকায় লকডাউন নিয়ে যা বললেন তাপস সিনহা হত্যা: রিপোর্ট পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: ১৯ এসপিঅতিরিক্তডিআইজিহলেন