টাঙ্গাইলে বিএনপি প্রচারণায় বাঁধা দেওয়ার অভিযোগ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১ নিউজ ডেস্কঃ টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি প্রার্থী মো. মাহমুদুল হক সানুর নির্বাচনী সভায় হামলা ও প্রচারণায় বাঁধা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন, ধানের শীষের প্রার্থী মো. মাহমুদুল হক সানু। সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, টাঙ্গাইল পৌরসভার ১নং ওয়ার্ডের নতুন বাসটার্মিনালের উত্তর পাশে মিল্ক ভিটার সামনে মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় তাদের নির্বাচনী পথসভা ছিল। সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ। এছাড়া দলের জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতা-কর্মীরা সভায় উপস্থিত ছিলেন। সভা চলাকালে ২০-২৫ জন লোক ‘জয় বাংলা’ স্লোগানে নৌকার মিছিল নিয়ে সভায় হামলা করে। এ সময় তারা পেছনের চেয়ার ভাংচুর করে এবং বিএনপির কর্মী-সমর্থকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। বিএনপির লোকজন প্রতিহত করার চেষ্টা করলে হামলাকারীরা চলে যায়। কিছুক্ষণ পর তারা আবার লাঠিসোটা নিয়ে সভাস্থলে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাংচুর করে এবং নেতা-কর্মীদের উপর আক্রমন করে। ফলে তাদের পথসভা পণ্ড হয়ে যায়। এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মাহমুদুল হক সানু। এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল অভিযোগ করেন, সরকার দলীয় মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকরা তাদেরকে প্রচারণা চালাতে ক্রমাগত বাঁধা দিচ্ছেন। মওলানা ভাসানীর মাজার প্রাঙ্গন, শহরের বেবীস্ট্যান্ড, শান্তিকুঞ্জ মোড়, নিরালা মোড়ে প্রচারণা চালাতে গেলে আওয়ামীলীগের নেতাকর্মীরা তাদেরকে বাঁধা প্রদান করে। তারা বিএনপি প্রার্থীর ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং পোস্টার কেড়ে নিয়ে যায়। সম্মেলনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল সহ জেলা ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: ধোবাউড়ায় শর্ত ভঙ্গ করে সেচযন্ত্র স্থাপন: লাইসেন্স বাতিল চেয়ে অভিযোগ হালুয়াঘাটে উত্তরখয়রাকুড়ি অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ গৌরীপুরে ভিজিডি’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ গৌরীপুরে বিতর্কিত শিক্ষক ও তার ২ সহযোগী ইয়াবাসহ গ্রেফতার হালুয়াঘাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মদিন উপলক্ষে শীত বস্ত্র বিতরণ গৌরীপুরে ২ হাজার হতদরিদ্রের বাড়িতে খাবার পৌঁছে দিবে এমপি নাজিম গৌরীপুরে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন ছাত্রলীগ-যুবলীগ হালুয়াঘাট কৃষি অফিসের ৫ কর্মকর্তাসহ নতুন আক্রান্ত-৬, মোট আক্রান্ত ২৫ গৌরীপুরে পুলিশ কর্মকর্তা সালাহউদ্দিন হীরার ব্যাতিক্রম জন্মদিন পালিত নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের ধাক্কায় হেলপার নিহত গৌরীপুর পৌরসভার পক্ষে লাইসেন্স পরিদর্শক আতাউর রহমানকে সংবর্ধনা গৌরীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা শুভ্র হত্যা মামলার আসামী কার্জন গ্রেফতার SHARES Matched Content দেশের খবর বিষয়: অভিযোগটাঙ্গাইলে বিএনপি প্রচারণায়বাঁধা দেওয়ার