করোনায় মৃতের সঙ্গে বেড়েছে আক্রান্তও দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১ নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৭১ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন ৫ লাখ ২২ হাজার ৪৫৩ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ হাজার ৭৮১ জনে। সুস্থ হয়েছেন ৭৩৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৬ হাজার ৮০১ জন। শনিবার দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিলো ২২ জনের। শনাক্ত হয়েছিলেন ৬৯২ জন। গত শুক্রবার মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিলো ১৬ জনের। শনাক্ত হয়েছিলেন ৭৮৫ জন। গত ০৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়। আর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর জানায় আইইডিসিআর। করোনা ভাইরাস প্রতিরোধে গত ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে জরুরি সেবা ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। ৩১ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস চালু করা হয়। একই ভাবে শুরু হয় গণপরিবহন চলাচল। কিন্তু মাদ্রাসা বাদে শিক্ষাপ্রতিষ্ঠান এখনো বন্ধ রয়েছে। Share this:FacebookX Related posts: করোনায় পিছিয়ে যেতে পারে এইচএসসি পরীক্ষা করোনায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ করোনায় আরও ৫ মৃত্যু, নতুন শনাক্ত ৬৮৮ দেশে করোনায় নতুন মৃত্যু ২১, শনাক্ত ১১৬৬ করোনায় মৃত্যুর মিছিলে আরও ৪৫ জন করোনায় নতুন মৃত্যু ৪১, শনাক্ত ৩০৫৭ দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮৭৪ করোনায় শনাক্তের হার ২০ দশমিক ১৭ শতাংশ করোনায় সোয়া ১২ লাখ নমুনা পরীক্ষা করোনায় সুস্থতার সংখ্যা ছাড়ালো দেড় লাখ করোনায় একদিনে আড়াই হাজারের বেশি সুস্থ করোনায় আক্রান্ত ৪৪৩ জন SHARES Matched Content জাতীয় বিষয়: করোনায়মৃতের সঙ্গে বেড়েছে আক্রান্তও