দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, দুই আসামির মৃত্যুদণ্ড দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১ নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রাবেয়া আক্তার ওরফে রিয়া (৮) ধর্ষণ ও হত্যা মামলায় মাদারীপুরে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বেলা ১২টার দিকে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক মোসাম্মৎ দিলরুবা সুলতানা এ রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- সদর উপজেলার শ্রীনদী কোর্টবাড়ি গ্রামের নুরু মোল্লার ছেলে মো. মাহমুদুল হাসান ওরফে মধু মোল্লা (২৪) এবং জালাল মোল্লার ছেলে মো. মিলন মোল্লা (২২)। মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৭ নভেম্বর মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী কোর্টবাড়ি এলাকার গাউস নপ্তির মেয়ে ও কোর্টবাড়ি শ্রীনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রাবেয়া আক্তার ওরফে রিয়া কোচিং ক্লাস শেষে বিকেলে বাড়ি ফেরার পথে আসামী মাহমুদুল হক মধু ও মিলন মোল্লা পাশের একটি জংগলে নিয়ে রিয়াকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করে। ঘটনার পরের দিন রিয়ার বাবা বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় সদর থানার এসআই ফায়েকুজ্জামান তদন্ত করে ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি ওই দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট প্রদান করেন। বিজ্ঞ আদালত দীর্ঘদিন শুনানি শেষে এবং সাক্ষ্য প্রামাণের ভিত্তিতে রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মো. মোছলেম আলী আকন, তাকে সহায়তা করেন এড. লিয়াকত হোসেন, এপিপি আবুল হাসান সোহেল এবং আসামী পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবি মো. জাফর আলী মিয়া। নিহত শিশু রিয়ার মা তাসলিমা বেগম বলেন, আমার মেয়ের দুই ধর্ষণকারীর ফাঁসির রায় হওয়ায় আমরা সন্তুষ্টু। রায় দ্রুত কার্যকর হলে আমরা তৃপ্ত হবো। Share this:FacebookX Related posts: নারী ‘জঙ্গি’ শায়লার রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট টাঙ্গাইলে ৩ স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় দুজনের দায় স্বীকার খালেদা জিয়াকে ৬ মাসের জন্য মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার বঙ্গবন্ধুর খুনি মাজেদের মৃত্যু পরোয়ানা জারি প্রতারণার অভিযোগ স্বীকার করেছেন শাহেদ সাহেদের জাতীয় পরিচয়পত্র স্থগিত প্রতারক সাহেদের মামলা তদন্ত করবে র্যাব মাদারীপুরের ডিসি এডিসিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা মরেনি শুনেই সিনহার বুকে লাথি ও গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ ইরফান সেলিমের মামলা বিচারাধীন, এখনই মন্তব্য নয়: র্যাব ডিজি চট্টগ্রামের ডানকান হিলে ভবন নির্মাণে হাইকোর্টের স্থগিতাদেশ, রুল জারি SHARES Matched Content আইন আদালত বিষয়: ছাত্রীকেদুই আসামির মৃত্যুদণ্ডদ্বিতীয় শ্রেণিরধর্ষণের পর হত্যা