নারী ‘জঙ্গি’ শায়লার রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় জঙ্গি আস্তানা থেকে আটক হওয়া নব্য জেএমবি’র আইটি বিশেষজ্ঞ তানভীর হাসানের স্ত্রী শায়লা শারমিনসহ ৩ জনের নাম উল্লেখ করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ওই মামলায় আটক শায়লা শারমিনকে গ্রেফতার দেখিয়ে সাতদিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ হোসেন বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলাটি দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জিয়াউল ইসলাম জানান, মামলায় নব্য জেএমবির আইটি বিশেষজ্ঞ তানভীর হাসান, তার স্ত্রী শায়লা শারমিন ও তাদের সহযোগী জাকারিয়া জামিলকে আসামি করা হয়েছে। এদের মধ্যে তানভীর হাসান ও জাকারিয়া জামিল পলাতক রয়েছে। গ্রেফতার নারীর বরাত দিয়ে পুলিশ আরো জানায়, দুই বছর আগে তাদের বিয়ে হয়। ফেসবুকের মাধ্যমে দুইজেনর পরিচয় থেকে প্রেম, তারপর বিয়ে। পাঁচমাস আগে শায়লার বাপের বাড়ি থেকে তানভীর তাকে আশুলিয়ার গোকুলনগর এলাকায় নিয়ে এসে বসবাস শুরু করে। গত ২৫ ডিসেম্বর তারা গ্রেফতার হওয়া বাড়িতে ভাড়া উঠে।

গ্রেফতারকৃত শায়লা শারমিন গাজীপুর জেলার সদর থানার বহরিয়াচালা গ্রামের মোঃ দুলাল আহমেদের মেয়ে। তার স্বামীর তানভীর আহাম্মেদ (২৪) রাজধানীর বনশ্রীর (ব্লক-এল) মোহাম্মদ আলীর ছেলে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৬তম ব্যাচের আইআইটি বিভাগের শিক্ষার্থী। এছাড়া তানভীর নব্য জেএমবি’র আইটি প্রধান বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার। তাকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রয়েছে।

প্রসঙ্গত, সোমবার সন্ধায় আশুলিয়ার গকুলনগর বাজার সংলগ্ন সৌদি প্রবাসি আক্তার হোসেনের ভাড়া বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালায় ঢাকা জেলা পুলিশ। পরে সেখান থেকে আটক করা হয় নব্য জেএমবির আইটি বিশেষজ্ঞ তানভীর হাসানের স্ত্রী শায়লা শারমিনকে। পাশাপাশি উদ্ধার করা হয় বেশ কিছু পেট্রল বোমা, ৩টি খেলনা পিস্তলসহ বেশ কিছু স্বয়ংক্রিয় ডিভাইস। নব্য জেএমবির আইটি বিশেষজ্ঞ তানভীর হাসান ওই ভাড়া বাসায় থেকে জঙ্গি কর্মকান্ড পরিচালনা করেন বলে জানিয়েছে পুলিশ।