সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময়

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন। সোমবার কিশোরগঞ্জ কালেক্টরেট সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসউদ।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ হাবিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এ.বি.এম লুৎফর রাশিদ রানা, এড. নজরুল ইসলাম নূরু, শেখ মাসুদ ইকবাল, সাইফুল হক মোল্লা দুলু, সাইফুল মালেক চৌধুরী, আলম সারোয়ার টিটু, শতাব্দীর কন্ঠের সম্পাদক আহমেদ উল্লাহ, মোস্তফা কামাল, নূর মোহাম্মদ, সাকাউদ্দিন আহাম্মদ রাজন, মোঃ আবদুল কাদির, শফিক আদনান, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ আশরাফ আলী, সাজন আহম্মেদ পাপন, রাজিবুল হক সিদ্দিকী প্রমুখ।

সাংবাদিক নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনকালে জেলা প্রশাসকের আন্তরিক সহযোগিতা কামনা করেন।