ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিচারপ্রার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০

অনলাইন ডেস্ক : মানিকগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিচারপ্রার্থী এক গৃহবধূকে (৪৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার রাতে সদর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই গৃহবধূ।
এর আগে গত ১৪ ডিসেম্বর রাতে উপজেলার শানবান্ধা গ্রামে চেয়ারম্যানের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আব্দুল কাদের সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ ও ভুক্তভোগী গৃহবধূ জানায়, গত ১৪ ডিসেম্বর সামান্য বিষয় নিয়ে ওই গৃহবধূর সঙ্গে তার স্বামীর কথা কাটাকাটি হয়। বিষয়টি সুরাহার জন্য ওই দিন সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান আব্দুল কাদেরের নিকট ইউনিয়ন পরিষদে যান। ওই গৃহবধূ তার স্বামীর বাড়িতে ফিরে যেতে না চেয়ে ঢাকায় ভাইয়ের বাসায় যেতে চান।

তখন চেয়ারম্যান তাকে ঢাকায় যেতে না দিয়ে নিজ বাড়িতে নিয়ে আসেন। ওই রাতে চেয়ারম্যানের স্ত্রী বাবার বাড়িতে ছিলেন। এই সুযোগে চেয়ারম্যান ওই গৃহবধূকে ধর্ষণ করেন। আব্দুল কাদের ওই নারীকে স্বামীসহ থাকার ব্যবস্থা, গুচ্ছগ্রামে বাড়ি ও কাজ দেয়ার প্রলোভন দেখান। পর দিন তাকে ৫শ টাকা দিয়ে ঢাকায় পাঠিয়ে দেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, শুক্রবার রাতে চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ওই ভুক্তভোগী গৃহবধূ। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।