চট্টগ্রামে পাঁচ ঘণ্টা ধরে জ্বললো ফোম কারখানা

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১

নিউজ ডেস্ক :চট্টগ্রামে কাদের ট্রেডিং নামের একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে জ্বলা আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে কালুরঘাট শিল্প এলাকার বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরীর জাগো নিউজকে জানান, রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ৯টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তিনি বলেন, ‘পুড়ে যাওয়া কারখানায় ফোম ও ম্যাট্রেস ছিল। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত কমিটি হচ্ছে।’