যাত্রীবাহী ট্রেন চালুর সুযোগ নেই : রেলমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, মে ২, ২০২০ অনলাইন ডেস্ক : গণপরিবহন চলাচল বন্ধ রাখতে সরকারি যে সিদ্ধান্ত কার্যকর আছে, তা তুলে না নেওয়া পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচলের সুযোগ নেই বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। শনিবার দুপুরে রেলমন্ত্রী তার নির্বাচনী এলাকা পঞ্চগড়ের দেবীগঞ্জ সরকারি কলেজ মাঠে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া শ্রমিক ও অসহায়দের মাঝে সরকারি ত্রাণ বিতরণকালে এ কথা জানান। এর আগে, গতকাল শুক্রবার থেকে মালামাল ও পচনশীল কৃষিপণ্য বহনের জন্য ঢাকার সঙ্গে চট্টগ্রাম, খুলনা ও দেওয়ানগঞ্জের মধ্যে তিন জোড়া ‘লাগেজ ভ্যান’ চালুর সিদ্ধান্ত নেয় রেলপথ মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে আজ রেলপথ মন্ত্রী বলেন, ‘রেলপথে শাক-সবজিসহ বিভিন্ন পণ্য পরিবহণের জন্য আরও ৫০টি তাপানুকূল লাগেজ ভ্যান আমদানির পরিকল্পনা রয়েছে। এসব লাগেজ ভ্যানে মাছ, মাংস, দুধ, ডিম, শাক-সবজিসহ বিভিন্ন খাদ্যপণ্য পরিবহন করা যাবে।’ তিনি বলেন, ‘কৃষকেরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান এবং কেউ যাতে ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেজন্য রেলওয়ে প্রথম পর্যায়ে তিনটি লাগেজ ভ্যান (মালবাহী ট্রেন) চালু করেছে। প্রয়োজন অনুযায়ী এর সংখ্যা বাড়ানো হবে।’ রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ’প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আমাদের কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। বেশি বেশি শাক-সবজিসহ খাদ্যশস্য চাষ করতে হবে। এক টুকরো জমিও ফেলে রাখা যাবে না।’ এ সময় টমেটো, তরমুজসহ বিভিন্ন শাক-সবজি ট্রেনের লাগেজ ভ্যানে স্বল্প ভাড়ায় পরিবহন করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান নূরুল ইসলাম। Share this:FacebookX Related posts: আমরা এগিয়ে যাচ্ছিলাম, করোনা আমাদের পিছিয়ে দিয়েছে: রেলমন্ত্রী টিকিট ছাড়া স্টেশনে প্রবেশ ঠেকাতে বেড়া দেওয়া হচ্ছে : রেলমন্ত্রী দুইশত কিলোমিটার বেগে ছুটবে ট্রেন: চার ঘন্টায় পঞ্চগড় থেকে ঢাকা- রেলমন্ত্রী রাজধানীতে কোনো ‘ঝুঁকিপূর্ণ’ ভোটকেন্দ্র নেই: স্বরাষ্ট্রমন্ত্রী করোনায় আরও ৪৪ মৃত্যু , শনাক্ত ৩২০১ একনেকে ২৭৪৪ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন অতিরিক্ত সচিব হলেন ৯৭ কর্মকর্তা প্রতিবেশি দেশগুলোর সঙ্গে অধিকতর সহযোগিতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ চিরনিদ্রায় শায়িত হলেন মাহবুবে আলম নারীনেত্রী আয়েশা খানম আর নেই আওয়ামী লীগ সবসময়ই দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে আসছে পেঁয়াজ আমদানিতে শুল্ক আরোপ চায় বাণিজ্য মন্ত্রণালয় SHARES Matched Content জাতীয় বিষয়: ট্রেন চালুরযাত্রীবাহীরেলমন্ত্রীসুযোগ নেই