টিকিট ছাড়া স্টেশনে প্রবেশ ঠেকাতে বেড়া দেওয়া হচ্ছে : রেলমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০ অনলাইন ডেস্ক : টিকিট ছাড়া যাত্রীরা যাতে স্টেশনে প্রবেশ করতে না পারে, সে জন্য দেশের বড় স্টেশনগুলোতে নিয়ন্ত্রণ (এক্সেস কন্ট্রোল) করার জন্য বেড়া দেওয়ার প্রকল্পের কাজ চলছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। শনিবার ট্রেনযোগে বিমানবন্দর, জয়দেবপুর, টঙ্গী ও নরসিংদী রেলস্টেশন পরিদর্শন করার সময় তিনি এসব কথা বলেন। এ সময় রেলমন্ত্রী বিমানবন্দর রেল স্টেশনের প্ল্যাটফর্ম সংস্কার কাজ ও স্টেশনের সীমানা ঘেরার নির্মাণকাজ পরিদর্শন করেন। এখানে প্ল্যাটফর্মের উচ্চতা ট্রেনের উচ্চতার সঙ্গে সমন্বয় করা হচ্ছে। সেখান থেকে তিনি গাজীপুর জেলার জয়দেবপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের নূরুল ইসলাম সুজন বলেন, ‘জয়দেবপুর থেকে ঈশ্বরদী ও জামালপুর পর্যন্ত ডাবল লাইন হবে। এ ছাড়া ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত চতুর্থ লাইন এবং টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইনের কাজ চলছে। ডাবল লাইনের কাজ শেষ হলে ঢাকার মধ্যে অধিক সংখ্যক ট্রেন চালানো যাবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ঈদুল আজহায় ট্রেন বাড়ছে না। যেভাবে এখন চলছে সেভাবে চলবে।’ টঙ্গী রেলস্টেশন এবং নরসিংদী রেলস্টেশনও পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: যাত্রীবাহী ট্রেন চালুর সুযোগ নেই : রেলমন্ত্রী আমরা এগিয়ে যাচ্ছিলাম, করোনা আমাদের পিছিয়ে দিয়েছে: রেলমন্ত্রী দুইশত কিলোমিটার বেগে ছুটবে ট্রেন: চার ঘন্টায় পঞ্চগড় থেকে ঢাকা- রেলমন্ত্রী প্রথমবারের মতো শিশুদের কথা শুনলেন ৩শ’ সংসদ সদস্য শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা হচ্ছে : শিক্ষামন্ত্রী খুলনা, চট্টগ্রামে পানি শোধনাগার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রতি উপজেলার দুজনের নমুনা পরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে করোনায় আরও দুজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৭০ করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, আক্রান্তের সংখ্যা ৮৮ ‘শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়’ অগাস্টে ৩৮৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৫৯ পদোন্নতি পেয়ে ডিআইজি হলেন ১১ পুলিশ কর্মকর্তা SHARES Matched Content জাতীয় বিষয়: টিকিট ছাড়াবেড়া দেওয়া হচ্ছেরেলমন্ত্রীস্টেশনে প্রবেশ ঠেকাতে