করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০ অনলাইন ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর নিবেদিতা শিশু হাসপাতালের পরিচালক ডা. এস এম আনোয়ারুল করিমের মৃত্যু হয়েছে (ইন্না…রাজিউন)। শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিবেদিতা শিশু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা খাজা আহম্মেদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ১২ ডিসেম্বর ডা. আনোয়ারুল করিমের কোভিড-১৯ ধরা পড়ে। এরপর থেকে তিনি আজগর আলী হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল। খাজা আহম্মেদ বলেন, কোভিড-১৯ ধরা পড়ার পরই স্যারকে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ মারা গেলেন। আমরা ধারণা করছি, রোগী দেখতে গিয়েই কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তিনি এখানে অফিস করতেন আর বাসার পাশের একটা চেম্বারেও রোগী দেখতেন। গত ১৫ এপ্রিল সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন আহমেদ মারা যান। তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম চিকিৎসক। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)’র হিসাবে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২২ জন চিকিৎসক। আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৮৫ জন চিকিৎসক। Share this:FacebookX Related posts: দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৪ করোনায় আরও ৫ মৃত্যু, নতুন শনাক্ত ৬৮৮ করোনায় ঢাকা বিভাগে বেশি প্রাণহানী করোনায় সুস্থ রোগীর সংখ্যা লাখ ছাড়ালো করোনায় নতুন মৃত্যু ৪১, শনাক্ত ৩০৫৭ দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮৭৪ করোনায় শনাক্তের হার ২০ দশমিক ১৭ শতাংশ করোনায় সোয়া ১২ লাখ নমুনা পরীক্ষা করোনায় সুস্থতার সংখ্যা ছাড়ালো দেড় লাখ করোনায় মৃত্যুর মিছিলে আরও ৩২ জন করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত করোনায় আক্রান্ত ১০১৪ জন SHARES Matched Content জাতীয় বিষয়: আরও এক চিকিৎসকের মৃত্যুকরোনায়