পঞ্চগড়ে ঘোড়ার মাংস বিক্রি করার অপরাধে আটক ২

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা উপজেলায় ঘোড়ার মাংস বিক্রি করার অপরাধে সানাউল্লাহ (৩০) ও হামিদুল রহমান (৩২) নামে দুই জনকে আটক করেছে বোদা থানা পুলিশ।

২৩ ডিসেম্বর (বুধবার) দুপুরে আটক দুই ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের চৌধুরীর হাটে মঙ্গলবার সন্ধ্যায় একটি ঘোড়া জবাই করে মাংস বিক্রি করছিলেন সানাউল্লাহ ও হামিদুর রহমান। স্থানিয়রা বোদা থানায় খবর দিলে পুলিশ ৩৫ কেজি মাংসসহ সানাউল্লাহ ও হামিদুর রহমান নামে দুই ব্যক্তিকে আটক করে। এসময় আরো চার-পাঁচজন পালিয়ে যায়।

ঘোড়ার মাংস বিক্রির অপরাধে সানাউল্লাহ ও হামিদুর রহমানসহ চারজনের বিরুদ্ধে বুধবার বোদা থানায় মামলা দায়ের করা হয়েছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ঘোড়ার মাংস বিক্রির অপরাধে দু’জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে জব্দ কৃত মাংস পরীক্ষার জন্য বোদা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে পাঠানো হয়েছে।