চাষিদের আখের মূল্য পরিশোধে ১০০ কোটি টাকা বরাদ্দ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০ নিউজ ডেস্ক :বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চিনিকলের অনুকূলে ২০২০-২১ অর্থবছরে আখচাষিদের আখের মূল্য পরিশােধ বাবদ‘পরিচালন ঋণ’ হিসেবে শর্ত সাপেক্ষে ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। গত সোমবার শিল্প সচিবকে পাঠানো অর্থ বিভাগের (বাজেট অনুবিভাগ-২) সিনিয়র সহকারী সচিব নূরউদ্দিন আল ফারুক স্বাক্ষরিত এক চিঠিতে বরাদ্দের বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, শিল্প মন্ত্রণালয়ের চিঠিতে প্রেক্ষিতে বিএসএফআইসি’র চিনিকলের অনুকূলে আখচাষিদের শুধু আখের মূল্য পরিশােধ বাবদ ২০২০-২১ অর্থবছরের অর্থ বিভাগের বাজেটে ‘পরিচালন ঋণ’ খাত হতে শিল্প মন্ত্রণালয়ের অধীন ১০০ কোটি টাকা শর্ত সাপেক্ষে বরাদ্দ দেওয়া হলো। শর্তে বলা হয়েছে, এই বরাদ্দকে নজির হিসেবে বিবেচনা করা যাবে না। বরাদ্দ অর্থ শুধু আখচাষিদের আখের মূল্য পরিশােধ ব্যতীত অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না। বরাদ্দকৃত অর্থ বিএসএফআইসি’র নিরীক্ষীত ভর্তুকি ও ট্রেড গ্যাপের সাথে সমন্বয়যােগ্য হবে। বরাদ্দকৃত অর্থ ব্যয়ের বিস্তারিত হিসাব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম কর্তৃক নিরীক্ষা করে তার রির্পোট আগামী ৩ মাসের মধ্যে অর্থ বিভাগে প্রেরণ করতে হবে। এ পর্যন্ত বিএসএফআইসি’র অনুকূলে প্রদত্ত রাষ্ট্রীয় গ্যারান্টির বিপরীতে গৃহীত/উত্তোলিত ঋণ যথাসময়ে পরিশােধ করতে হবে এবং এ সংক্রান্ত তথ্য নিয়মিতভাবে অর্থ বিভাগকে অবহিত করতে হবে। বরাদ্দকৃত অর্থ বিএসএফআইসি’র অনুকূলে ‘পরিচালন ঋণ’ হিসেবে গণ্য হবে, যা আগামী ২০ বছরে (৫ বছর গ্রেস পিরিয়ডসহ) ৫ শতাংশ সুদে ষান্মাসিক কিস্তিতে পরিশােধ করতে হবে। এ বিষয়ে অর্থ বিভাগের সাথে বিএসএফআইসিকে একটি ঋণ চুক্তি সম্পাদন করতে হবে এবং বরাদ্দ অর্থের জিও জারি করে এর ২ কপি পৃষ্ঠাঙ্কনের জন্য অর্থ বিভাগে পাঠাতে হবে। Share this:FacebookX Related posts: আধা ঘণ্টায় লেনদেন ছাড়াল দেড়শ কোটি টাকা আটোয়ারীতে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার সন্ধ্যা ৬টার মধ্যে রাজধানীর কাঁচাবাজার ও সুপারশপ বন্ধের নির্দেশ মাঠে ধান পাঁকলেও মিলছেনা শ্রমিক; রয়েছে কাল বৈশাখীর ভয় সব ধরনের ব্যাংক ঋণের সুদ দুই মাস স্থগিত রপ্তানি লক্ষ্যমাত্রা ৪৮ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী পেঁয়াজ আমদানিতে শুল্ক আরোপ চায় বাণিজ্য মন্ত্রণালয় সোনাহাট স্থলবন্দরে ধর্মঘট চলছে ইলিশ রফতানি বন্ধের সিদ্ধান্ত নওগাঁয় চালের দাম না কমলেও কমেছে ধানের ২০২০ সালে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে দেশে ঋণখেলাপি ৩ লাখ ৩৫ হাজার SHARES Matched Content অর্থনৈতিক বিষয়: ১০০আখেরকোটিচাষিদেরটাকাপরিশোধেবরাদ্দমূল্য