নাটোরে গাঁজার গাছসহ গ্রেফতার ১

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০

নাটোর প্রতিনিধি : র‌্যাব-৫, রাজশাহী, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল নাটোরের লালপুর উপজেলার বাকনা পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫ কেজি ওজনের গাঁজার গাছ সহ একজনকে আটক করেছে।
র‌্যাব-৫ এর এএসপি ও ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মাসুদ রানা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে অভিযান চালিয়ে গাছ উদ্ধার ও রিপন বিশ্বাস (৩০) নামে গাঁজার গাছ চাষীকে আটক করা হয়। রিপন বিশ্বাস ওই গ্রামের মৃত ওমর আলী বিশ্বাসের ছেলে।

র‌্যাব-৫ এর এএসপি ও ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘ দিন যাবৎ অবৈধ গাজার গাছ উৎপাদন ও এর কাঁচা লতা, পাতা ও ফুল বিক্রয় করে আসছে বলে উপস্থিত জন সম্মুখে স্বীকার করেছে। তার বিরুদ্ধে থানায় মামলা রুজু করে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।