স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক শুভ্র হত্যাকান্ড মামলায় গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম কারাগারে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০ কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যাকান্ডের মামলায় গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে এবং প্রধান আসামী ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদকে ইউপি চেয়ারম্যানের পদ থেকে সমায়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১৪ডিসেম্বর) ময়মনসিংহ বিচারিক আদালতে হাজির হয়ে সৈয়দ রফিকুল ইসলাম জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শুভ্র হত্যা মামলায় ৫ নভেম্বর উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন পান মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। মাসুদর রহমান শুভ্র আসন্ন গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে প্রচারণায় ছিলেন। গত ১৭ অক্টোবর রাতে পৌর শহরের পানমহালে একদল সন্ত্রাসী শুভ্র সহ তার দুই সহযোগীকে কুপিয়ে গুরুতর আহত করে। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে ওইদিন রাতে শুভ্রর মৃত্যু হয়। এ ঘটনায় নিহত শুভ্রর ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে ১৯ অক্টোবর গৌরীপুর থানায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ ও গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম সহ নাম উল্লেখ ১৪ জন ও অজ্ঞাত ৭/৮ জনকে বিরুদ্ধে মামলা করে। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, উচ্চ আদালতের নির্দেশে শুভ্র হত্যা মামলার আসামি সৈয়দ রফিকুল ইসলাম আদালতে হাজির হলে বিচারক জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুভ্র হত্যা মামলায় পুলিশ ইতিমধ্যে মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান রিয়াদ সহ ৯ জনকে গ্রেফতার করেছে। উল্লেখ্য, এ মামলার প্রধান আসামী মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ শুভ্র হত্যা মামলায় জেলহাজাতে থাকায় তাকে ইউপি চেয়ারম্যানের পদ থেকে সমায়িক বরখাস্ত করা হয়েছে এবং কেন স্থায়ীভাবে বহিস্কার করা হবে না মর্মে কারণ দর্শাতে বলা হয়েছে। Share this:FacebookX Related posts: কারাগারে ৪০ বন্দি কোয়ারেন্টাইনে যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে চাঁপাইনবাবগঞ্জের প্রকৌশলী শহিদুল ইসলাম সরকার চাঁপাইনবাবগঞ্জের প্রেসক্লাবের সাবেক সভাপতি আইসিটি আইনে কারাগারে গৌরীপুর পৌরসভার মেয়র প্রার্থী সৈয়দ রফিকুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা কারাগারে মানসিক স্বাস্থ্য বিষয়ক তিনদিনব্যাপী অনলাইন প্রশিক্ষণ শুরু দিনাজপুর কারাগারে হাজতির মৃত্যু হালুয়াঘাটে শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ বড়াইগ্রামে বিভিন্ন আয়োজনে মুজিব বর্ষের প্রথম দিন উদযাপিত ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গৌরীপুরের বোরহান উদ্দিন তাহিরপুরে নিম্নআয়ের মানুষ জনের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ কাদার যন্ত্রনায় কাঁদে শতাধিক পরিবার ঝিনাইদহে ৬০ হাজার করোনার ভ্যাকসিন SHARES Matched Content দেশের খবর বিষয়: ইসলামকারাগারেরফিকুলস্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক শুভ্র হত্যাকান্ড মামলায় গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ