চাঁপাইনবাবগঞ্জের প্রেসক্লাবের সাবেক সভাপতি আইসিটি আইনে কারাগারে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০ ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জেরঃতথ্য প্রযুক্তি আইনে করা মামলায় গ্রেফতার, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, শিবগঞ্জ উপজেলার সন্তান মানিক রায়হান বাপ্পীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রোববার দুপুরে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে গত শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাপ্পী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। বর্তমানে তিনি যুগান্তরের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। ২০১৫ সালে তিনি ২৪বিডিটাইম ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ছিলেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগে ২০১৫ সালে ২৪ অক্টোবর যুগান্তরসহ ১৬টি পত্রিকার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক কাজী জাহিদুর রহমান। মামলার তদন্ত শেষে গত বছরের ২৯ সেপ্টেম্বর যুগান্তর পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা ও মতিহার থানার এসআই মোমিন। তিনি বলেন, মামলার এজাহারে ১৬টি পত্রিকার কথা উল্লেখ ছিল। ফরেনসিকে গিয়ে কয়েকটি পত্রিকার তথ্য প্রমাণ মেলেনি। যেসব পত্রিকার তথ্য প্রমাণ মিলেছে সেখান থেকে সাতজনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে। পরে আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। Share this:FacebookX Related posts: কারাগারে ৪০ বন্দি কোয়ারেন্টাইনে স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক শুভ্র হত্যাকান্ড মামলায় গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম কারাগারে কারাগারে মানসিক স্বাস্থ্য বিষয়ক তিনদিনব্যাপী অনলাইন প্রশিক্ষণ শুরু দিনাজপুর কারাগারে হাজতির মৃত্যু ঈশ্বরগঞ্জে আইসিটি শিক্ষকদের সম্মাননা প্রদান গৌরীপুরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালা আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে রংপুরে দেশীয় চোলাই মদ পান করে চারজনের মৃত্যু মাদারীপুরে নতুন আরো ২৯ জনসহ আক্রান্ত ৭৩৮ বাউফলে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাড়ি থেকে পালানো কিশোরী ৯৯৯ এ ফোন কলে উদ্ধার SHARES Matched Content দেশের খবর বিষয়: আইনেআইসিটিকারাগারেচাঁপাইনবাবগঞ্জের সন্তান রাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি