ভুয়া ডিসি আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০ অনলাইন ডেস্কঃ বগুড়ায় ভুয়া অতিরিক্ত জেলা প্রশাসককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের বাদুরতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইসতিয়াক মাহমুদ অভি (২৪) দুপচাচিয়া উপজেলার পাঁচথিতা গ্রামের বাসিন্দা। বর্তমানে বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ায় বাস করেন তিনি। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সদর থানা পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাদুরতলা এলাকার তিব্বতের মোড় ও সোনা মিয়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। ভুয়া অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয়দানকারী যুবক অভি পুলিশ কর্মকর্তা সোহেল রানাকে সেখানে দেখে অশালীন কথা বলতে থাকে। একপর্যায়ে নিজেকে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক বলে দাবি করেন তিনি। প্রতারক অভি তার কাছে থাকা অতিরিক্ত জেলা প্রশাসকের পরিচয়পত্রও দেখান। কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদে এক সময় প্রতারক অভি স্বীকার করেন তিনি আসলে অতিরিক্ত জেলা প্রশাসক নন। তিনি প্রতারণার জন্য পরিচয়পত্র তৈরি করেছেন। এরপর পুলিশ তাকে আটক করে। বগুড়ার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয়দানকারী প্রতারক অভিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বগুড়ায় ভুয়া অতিরিক্ত জেলা প্রশাসককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের বাদুরতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইসতিয়াক মাহমুদ অভি (২৪) দুপচাচিয়া উপজেলার পাঁচথিতা গ্রামের বাসিন্দা। বর্তমানে বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ায় বাস করেন তিনি। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সদর থানা পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাদুরতলা এলাকার তিব্বতের মোড় ও সোনা মিয়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। ভুয়া অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয়দানকারী যুবক অভি পুলিশ কর্মকর্তা সোহেল রানাকে সেখানে দেখে অশালীন কথা বলতে থাকে। একপর্যায়ে নিজেকে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক বলে দাবি করেন তিনি। প্রতারক অভি তার কাছে থাকা অতিরিক্ত জেলা প্রশাসকের পরিচয়পত্রও দেখান। কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদে এক সময় প্রতারক অভি স্বীকার করেন তিনি আসলে অতিরিক্ত জেলা প্রশাসক নন। তিনি প্রতারণার জন্য পরিচয়পত্র তৈরি করেছেন। এরপর পুলিশ তাকে আটক করে। বগুড়ার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয়দানকারী প্রতারক অভিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। Share this:FacebookX Related posts: ফেনীতে তালিকাভূক্ত আসামি বুলি আটক বাগাতিপাড়ায় ২দিনে ৫ ব্যাবসায়ীসহ আটক গাজীপুরে ইজ্জত লুটের আসামি আটক খেলার সময় হাতে নাতে ১১ জুয়াড়ি আটক ১৩ বছর পর সেই খলিল আটক নববধূ চম্পা হত্যা মামলার অন্যতম নারী আসামি আটক পটিয়ায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক তাহিরপুর সীমান্তে ভারতীয় গাঁজা সহ নাসির বিড়ির চালান আটক ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক আত্রাই থানা পুলিশের অভিযানে ৮জুয়াড়ি আটক আমদানিকারক লাল্টু পাউডার জাতীয় পণ্য মিথ্যা ঘোষণায় আনায় বেনাপোলে পণ্যবাহী ট্রাক আটক গাজীপুরে অটোরিকশাসহ তিন ছিনতাইকারী আটক SHARES Matched Content দেশের খবর বিষয়: আটকডিসি!ভুয়া