অধ্যক্ষ নৌবাহিনী কলেজ খুলনাকে “হিউম্যান রাইটস এ্যাওয়ার্ড ২০২০” প্রদান

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০

মো:আতিয়ার রহমান খুলনাঃ গত ১১ ডিসেম্বর ২০২০ তারিখ শুক্রবার কেন্দ্রীয় কচি-কাঁচা মেলা, সেগুনবাগিচা, ঢাকায় বিশ্ব মানবাধিকার দিবস-২০২০ উপলক্ষে এশিয়া হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন কর্তৃক “সার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষার ধারাবাহিক উন্নয়ন, শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, সমাজের সর্বস্তরে শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা রাখা ও করোনাকালীন গৃহীত অন্যান্য কার্যক্রমের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনা এর অধ্যক্ষ ক্যাপ্টেন এম কামাল নাসের, (এনডি), পিএসসি, বিএন কে ‘হিউম্যান রাইটস্ পিস এ্যাওয়ার্ড-২০২০’প্রদান করা হয়। উল্লেখ্য যে, বর্তমান পদে উক্ত অধ্যক্ষের দায়িত্ব পালনকালে তিনি বৃটিশ কাউন্সিল হতে ওহঃবমৎধঃরড়হ ড়ভ ওহঃবৎহধঃরড়হ খবধৎহরহম এর জন্য ‘ওহঃবৎহধঃরড়হধষ ঝপযড়ড়ষ অধিৎফ ২০১৬-২০১৯’ এবং ‘শেরে বাংলা গোল্ড মেডেল-২০১৯’ পুরস্কার লাভ করেন।

এশিয়ান হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন এর উপদেষ্টা এ্যাড. মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজী, সাবেক মাননীয় বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। অনুষ্ঠানটি উদ্বোধন করেন মোঃ মঞ্জুরুল হক সিকদার, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা শহীদুল হারুন, অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রাণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক জহিরুল ইসলাম খোকন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এশিয়ান হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন। এছাড়াও উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।