ধোবাউড়ায় কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২১

কামরুল হাসান ধোবাউড়া(ময়মনসিংহ) ; ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় কোভিড -১৯(করোনা) ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়। সারা দেশের ন্যায় রবিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রথমে ভ্যাকসিন নিয়ে কর্মসুচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান।

এরপর একে একে ধোবাউড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, প্রকৌশলী কর্মকর্তা ইশতিয়াক হোসেন উজ্জ্বল, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ চাঁদ মিয়া প্রমূখ করোনা ভেকসিন নেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম।