বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০ অনলাইন ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিরোধীদের শাস্তির দাবীতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। শুক্রবার (১১ ডিসেম্বর) বিকাল ৪টায় শ্রীমঙ্গল পৌরসভার সামনে মানববন্ধন এবং জাগরণের গানের মাধ্যমে প্রতিবাদ সমাবেশ করেন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব সভাপতি আনিছুল ইসলাম আশরাফী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোমিনুল ইসলাম সোহেল, নাগরদোলা থিয়েটারের সভাপতি অনুরুদ্ধ সেনগুপ্ত, শ্রীমঙ্গল সম্মিলিত নাট্য পরিষদ সভাপতি রজত শুভ্র চক্রবর্তী, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুউজ্জাম প্রমূখ। মানববন্ধন প্রতিবাদ সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, জাতির পিতার ভাস্কর্য ভাঙার মাধ্যমে মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠী ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে। দেশের শিল্প-সংস্কৃতির জন্য এটি মারাত্মক হুমকি স্বরূপ। দেশের অব্যাহত উন্নয়ন-অগ্রগতি যারা সহ্য করতে পারছে না। তারাই জাতির পিতার ভাস্কর্য ভেঙে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। জাতির পিতার ভাস্কর্য ভাঙার সঙ্গে কোনও দুরভিসন্ধি আছে কিনা তা খতিয়ে দেখতে এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জোর দাবি জানানো হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর মানে এই দেশের অস্তিত্বের উপর আঘাত। উন্নয়নের গতিধারাকে বাধাগ্রস্থ করতে মৌলবাদী শক্তিরা ষড়যন্ত্রে লিপ্ত। এখন ঘরে বসে থাকলে চলবে না। এমন নেক্কারজনক কাজ প্রতিরোধে সবাইকে সজাগ থাকতে হবে। Share this:FacebookX Related posts: তাহিরপুরে সজীব ওয়াজেদ জয় পরিষদের কমিটি গঠন তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ সহ নাসির বিড়ি ও গাঁজার চালান আটক সুনামগঞ্জে ধান ক্ষেত হতে নিখোঁজ গৃহবধুর লাশ উদ্ধার ! তাহিরপুরে স্কুলের দরজা ভেঙ্গে উপকরন লুপাটের অভিযোগ বেতনের টাকায় খাদ্য সহায়তা তুলে দিলেন তাহিরপুর থানা পুলিশ তাহিরপুরে ইমাম-মোয়াজ্জিনদের নগদ অর্থ সহায়তা তাহিরপুরে নিম্নআয়ের মানুষ জনের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ তাহিরপুরে করোনার নমুনা কালেকশন বুথ উদ্বোধন গুমাই নদীতে ট্রলারডুবি, আরও দুজনের লাশ উদ্ধার চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা, লাফিয়ে পড়ে আহত বাসে ধর্ষণ চেষ্টা: সহকারী গ্রেফতার শায়েস্তাগঞ্জ পৌরসভায় বিএনপি প্রার্থীর জয় SHARES Matched Content দেশের খবর বিষয়: প্রতিবাদেবঙ্গবন্ধুর ভাস্কর্যভাংচুরেরমানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ