গৌরীপুরে হানাদার মুক্ত দিবসে বিজয় র‌্যালি ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০

কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :ময়মনসিংহের গৌরীপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ৮ ডিসেম্বর হানাদার মুক্ত দিবসে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে।

এদিন দুপুর সাড়ে ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। এর আগে পৌর শহরে বিজয় র‌্যালি শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

এছাড়া সাংবাদিক আনোয়ার হোসেনের সম্পাদনায় প্রকাশিত মুক্ত দিবসের মুখপত্র ‘জনক’ এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাংস্কৃতিক কমান্ডের আহবায়ক ওস্তাদ এম এ হাই।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার সভাপতি আবুল ফজল মুহম্মদ হীরার সভাপতিত্বে ও পৌর শাখার সভাপতি সাংবাদিক মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ. গৌরীপুর থানার ওসি মোঃ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক পৌর মেয়র মোঃ শফিকুল ইসলাম হবি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া ইসলাম ডলি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ময়মনসিংহ রেলওয়ে ইউনিট কমিটির আহবায়ক মোঃ শওকতউজ্জামান শাহীন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি তানজীর আহমেদ রাজীব, সাধারণ সম্পাদক রিমন মোঃ জামায়েল সামী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ময়মনসিংহ জেলা শাখার সভাপতি হুমায়ূন রশিদ সোহাগ, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রানা, গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পৌর শাখার সাধারণ সম্পাদক উজ্জল চন্দ্র, বোকাইনগর ইউনিয়ন শাখার সভাপতি বিল্লাল হোসেন প্রমুখ।

এতে অংশগ্রহন করেন গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভি.পি ইউপি চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ, পৌর কাউন্সিলর মোঃ আব্দুল কাদির, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম রাকিবুল হক রাকিব, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফ উদ্দিন চুন্নু, জহিরুল ইসলাম ছোটন, ফারুক মিয়া, উমর ফারুক স্বাধীন, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন, সাংবাদিক আরিফ আহমেদ, আব্দুল কাদির, ওবায়দুর রহমান, শাহজাহান কবির, সরকার শুদ্ধ সংগীতায়নের পরিচালক ওস্তাদ আব্দুল মালেক সরকার, গৌরীপুর স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক, গৌরীপুর মহিলা কলেজের শরীরচর্চা শিক্ষক নাদিরা জামান পান্নাসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তান, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ মুক্তিকামী জনতা।