আত্রাইয়ে ২৮ হাজার ৩শত ৬৫ হেক্টরজমিতেলক্ষ্যমাত্রা নির্ধারণ

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০

নাজমুলহকনাহিদ, আত্রাই (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁরআত্রাইয়েচলতি মৌসুমে মোট ২৮ হাজার ৩শত ৬৫ হেক্টরজমিতে বোরোসহশীতকালিনফসলচাষেরলক্ষ্যমাত্রাধার্য্যকরাহয়েছে। ইতিমধ্যে রবিশস্যেরচাষপুরোদমে শুরুহয়েছে।

চাষীরাও ব্যস্ত সময় পার করছেনশীতকালিনফসলেরচাষাবাদ নিয়ে। গত বছরেররন্যায়এবারওআবহাওয়াভালো থাকায়এসবফসলেরফলন বেশিহবেবলেআশাবাদ ব্যক্ত করেছেনউপজেলার কৃষকরা।
উপজেলা কৃষিসম্প্রসারণঅধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছরআত্রাইউপজেলায় ১৮ হাজার ৮শত ৮৫ হেক্টরজমিতেইরি-বোরোচাষেরলক্ষ্যমাত্রাধার্য্যকরাহয়েছে।

গত বছরইরি-বোরোচাষেলক্ষ্যমাত্রাঅর্জিতহয়েছিল ১৭ হাজার ৯শত ৫০ হেক্টরজমি।চলতি মৌসুমে গম চাষেরলক্ষ্যমাত্রাধার্য্যকরাহয়েছে ২শত ৭৫ হেক্টরজমিতে। গত বছর গম চাষেরলক্ষ্যমাত্রাঅর্জিতহয়েছিল ২ শত ৫৫ হেক্টরজমি। আলুচাষেরলক্ষ্যমাত্রানির্ধারণকরাহয়েছে ২ হাজার ৪শত ৬০ হেক্টর, ভুট্টা ৫হাজার ১শত ৫৫ হেক্টরএবংসবজি ৪শত ৭৫ হেক্টরজমি।

উপজেলারশাহাগোলাইউনিয়নেরমির্জাপুরগ্রামের কৃষক মো. মুকুল হোসেন, ফৈরদৌস হোসেন ও ডিজেলজানান, এ বছরধানের দাম বেশি থাকায়ধানচাষেরজন্য আগামপ্রস্তুতি নেওয়াসম্পন্নহচ্ছে।হাতিয়াপাড়াগ্রামেরসবজিচাষি মোসলেমউদ্দিনজানান, এ বছরআমি ৮শতাংশ জমিতেলালশাক, পালংশাক ও ১০ শতাংশজমিতেকপিচাষকরেছি। আবহাওয়াঅনুকূলে থাকায়শীতকালিনসবজি খুব ভালোহয়েছে। বাজারে এগুলোর দাম বেশিহওয়ায়আমি খুব খুশি ও লাভবানহয়েছি। এছাড়াবাজারেভালো দাম থাকায় কৃষকরাশতিকালিনসবজিচাষেঝুকেছে।

কালিকাপুরইউনিয়নের মদনডাঙ্গা গ্রামেরআলুচাষিএনামূলহকটিক্কাজানান, গত বছর ৫ বিঘাজমিতেআলু ও ২ বিঘাজমিতে গম চাষকরেভালোফলন ও বেশি দাম পেয়েছি। এ বছরআরো বেশিজমিতেআলু ও গম চাষকরব। আবহাওয়াভালো থাকলেআলু ও গমেরফলন বেশিহবেবলেতিনিআশাবাদ ব্যক্ত করেছেন।

উপজেলা কৃষিকর্মকর্তাকৃষিবিদ কে. এমকাউছার হোসেনবলেন, এ বছরযদি আবহাওয়াঅনুকূলে থাকেতাহলে বোরোসহশীতকালিনরবি শস্য ভালোউৎপন্নহবেবলেআমিআশাকরি। এছাড়ামাঠপর্যায়েসর্বক্ষণউপ-সহকারি কৃষিকর্মকর্তাগণবিভিন্নবিষয়ে কৃষকদেরকেপরামর্শ দিয়েযাচ্ছেন। #

নাজমুলহকনাহিদ