ঘুমন্ত বাবা-মায়ের পাশ থেকে নবজাতক চুরি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০ নিউজ ডেস্ক :বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ঘুমন্ত বাবা-মায়ের পাশ থেকে সোহানা নামে ১৭ দিন বয়সী এক নবজাতক চুরি হয়েছে। রোববার (১৫ নভেম্বর) মধ্যরাতের কোনো এক সময় মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের গাবতলা গ্রামে এ চুরির ঘটনা ঘটে। সোহানা আক্তার গাবতলা গ্রামের দরিদ্র জেলে সুজন খান ও শান্তা আক্তার দম্পতির সন্তান। সুজন খান ও শান্তা আক্তার জানান, রোববার রাতে খাবার খেয়ে তারা ঘরের আলো নিভিয়ে ঘুমিয়ে পড়েন। সোহানাকে তাদের দুজনের মাঝখানে শোয়ানো ছিল। রাতে কয়েকবার দুধও খাইয়েছেন মা। রাত ২টার দিকে উঠে দেখেন মেয়ে নেই। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, বাবা-মায়ের কোল থেকে খোয়া যাওয়া নবজাতক সোহানাকে উদ্ধার করতে ভোর ৪টা থেকেই অভিযান শুরু করেছি। আমরা ঘটনাস্থলে রয়েছি, নবজাতকে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা চলছে। ওসি আরও বলেন, খোয়া যাওয়া নবজাতকের বাবা সুজন খানের আগেও বিয়ে হয়েছিল। ওই স্ত্রীরও দুই বছরের একটা মেয়ে রয়েছে। সন্তান খোয়া যাওয়া পারিবারিক কোনো ষড়যন্ত্র কিনা আমরা সেটাও খতিয়ে দেখছি। Share this:FacebookX Related posts: বরিশালে ডাষ্টবিন থেকে নবজাতকের লাশ উদ্ধার হালুয়াঘাটে নবজাতকের লাশ উদ্ধার গৌরীপুরে শিশু ছেলের সাথে খেলা নিয়ে ঝগড়া, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বাবার ভোলায় হাসপাতালের মেঝেতে নবজাতক, ২৪ ঘন্টায়ও মেলেনি পরিচয় নাটোরে নারী থেকে পুরুষ হয়ে তরুণীকে বিয়ে জেদ্দা থেকে বিমানের বিশেষ ফ্লাইট ১৫ সেপ্টেম্বর বাসা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ, অবস্থা আশঙ্কাজনক জামাইয়ের স্বীকারোক্তিতে মেয়ের লাশ পেলেন বাবা ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর ইলিশ ধরা-বিক্রি নিষিদ্ধ প্রেমের টানে ভারত থেকে সুনামগঞ্জে এলো তরুণী কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবা-মাসহ ধর্ষক গ্রেফতার সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার SHARES Matched Content সারা বাংলা বিষয়: ঘুমন্তচুরি!থেকেনবজাতকপাশবাবামায়ের