কুড়িগ্রামে ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০

নিউজ ডেস্ক :কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল করিমকে ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

রোববার (০১ নভেম্বর) রাতে উপজেলা পরিষদ চত্বরের পাশের সিয়াম বাসের কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৪-এর (রৌমারী-রাজীবপুর) ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এমএম সবুজ রানা।

এমএম সবুজ রানা বলেন, দীর্ঘক্ষণ অনুসরণ করে চলন্ত গাড়ি থামিয়ে ইয়াবাসহ রবিউল করিমকে গ্রেফতার করা হয়েছে। তিনি যে জায়গা থেকে বের হয়ে এসেছেন সেটি মাদকের উৎসস্থল হিসেবে পরিচিত।

তার মোটরসাইকেলে ইয়াবা পাওয়া গেছে বলেই গ্রেফতার করা হয়েছে। তিনি ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা, গ্রেফতারের আগে এটি আমাদের জানা ছিল না। তার বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম বলেন, রবিউল করিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোমবার কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।