রাজশাহীতে তরুণীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেফতার ৩ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০ নিউজ ডেস্ক :রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী (২২)। শনিবার দিবাগত রাতে উপজেলার দেওপাড়া ইউনিয়নের ধামিলা লাড্ডুর মোড় এলাকার মুন্টির বাগানে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই তরুণী জেলার তানোর উপজেলার বাসিন্দা। তিনি রাজশাহী নগরীর শাহামখদুম এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। এ ঘটনায় রাতেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- রাজশাহী নগরীর দামকুড়া থানার বিন্দারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে মো. আবদুস শুকুর (৪০), গোদাগাড়ী উপজেলার ধামিলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে রনি (৩০) এবং একই এলাকার মৃত. আবু জাকিরের ছেলে বাবু (৪৫)। রোববার (০১ নভেম্বর) সকালে এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী তরুণী। গ্রেফতার তিনজনকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ভুক্তভোগী তরুণীর বরাত দিয়ে গোদাগাড়ী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, ওই তিনজনের সঙ্গে ভুক্তভোগী তরুণীর পূর্বপরিচয় ছিল। তারা একসঙ্গে সবজির ব্যবসা করতেন। হিসাব-নিকাশের কথা বলে ডেকে নিয়ে ওই তরুণীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে অভিযুক্তরা। অভিযোগ পেয়ে রাতেই নগরীর কাশিয়াডাঙ্গ ও দামকুড়া থানা পুলিশের সহায়তায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়। ওই তরুণীর দায়ের করা মামলায় রোববার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়। এছাড়া ওই তরুণীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। Share this:FacebookX Related posts: নোয়াখালীতে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ৩ স্কুলছাত্রীকে ধর্ষণ, পুলিশ সদস্য গ্রেফতার সিঁদ কেটে ঘর থেকে তুলে নিয়ে শিশুকে ধর্ষণ, সেই আসামি গ্রেফতার বাসের ভেতর নারীকে ধর্ষণ : গ্রেফতার ৭ কিশোরগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ২ স্বামী-সন্তানকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৩ মিরপুরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, ৬ জন গ্রেফতার গৌরীপুরে বিয়ের প্রলোভনে এক সন্তানের জননীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার ভালুকায় আদিবাসী নারীকে অপহরণ করে ধর্ষণ রাজশাহীতে ‘রয়েল চিটিং গ্রুপের’ ৪ প্রতারক গ্রেফতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরি মামলার প্রধান আসামি গ্রেফতার রাজশাহীতে মিথ্যা মামলা করে ধরা খেলেন বাদী SHARES Matched Content সারা বাংলা বিষয়: ৩গ্রেফতারতরুণীকেদলবেঁধেধর্ষণরাজশাহীতে