পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে মারধর, ব্যাংক কর্মকর্তা কারাগারে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০ নিউজ ডেস্ক :পরকীয়ায় বাধা ও যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় ব্যাংক কর্মকতা মামুনুর রহমান মামুনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন এ আদেশ দেন। অভিযুক্ত মামুনুর রহমান মামুন রংপুর নগরীর ধাপ কাকলী লেন এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে। তিনি বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রইচ উদ্দিন বাদশা বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগী নারী ও মামলা সূত্রে জানা গেছে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পান্থপাড়া গ্রামের মনসুর আলী মণ্ডলের মেয়ে মাফরুহা আখতারের সঙ্গে রংপুর নগরীর ধাপ কাকলী এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে মামুনুর রহমান মামুনের বিয়ে হয় ১১ বছর আগে। মাফরুহা রুপালী ব্যাংকের সিনিয়র অফিসার। অন্যদিকে মামুন বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত। দুজনই ধাপ কাকলী লেনের বাসায় থাকতেন। তাদের আড়াই বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের কিছু দিন পর থেকেই মাফরুহার শ্বশুরবাড়ির লোকজন তাদের বাসার তৃতীয় তলা নির্মাণের জন্য ২০ লাখ টাকা যৌতুক হিসেবে দাবি করেন। টাকা না দেয়ায় প্রায়ই মাফরুহাকে নির্যাতন করতেন মামুন। এছাড়াও বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ের এক কর্মকর্তার স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন মামুন। প্রায় প্রতিদিনই মোবাইলে কথা বলা, ম্যাসেজ ও ছবি আদান-প্রদানসহ তার বিভিন্ন কর্মকাণ্ড হাতেনাতে ধরে ফেলায় আবারও শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয় মাফরুহার ওপর। বাধ্য হয়ে চলতি বছরের ২০ মে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন মাফরুহা। এতে আবারও ক্ষিপ্ত হয়ে মাফরুহাকে অমানুষিক নির্যাতন করেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এর পরদিন রাত ১১টার দিকে মারধর করে মাফরুহাকে বাসা থেকে বের করে দেয়া হয়। গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসা নিয়ে গত ১ জুলাই রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন মাফরুহা। মামলা দায়েরের পর অভিযুক্ত মামুনুর রহমান মামুন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার আদালতে উপস্থিত হয়ে পুনরায় জামিন আবেদন জানান তিনি। শুনানি শেষে বিচারক তার আবেদন নামঞ্জুর করে কারাগারের পাঠানোর আদেশ দেন। Share this:FacebookX Related posts: পরকীয়ায় বাধা দেয়ায় শিক্ষিকা স্ত্রীকে রড দিয়ে পেটালেন স্বামী পরকীয়ায় বাধা দেয়ায় স্বামীর লিঙ্গ কেটে দিলেন স্ত্রী সরকারি কর্মচারীকে মারধরের মামলায় চেয়ারম্যান শহিদুল ইসলাম গ্রেপ্তার কক্সবাজারের এসপিসহ ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বদলি গাজীপুরে বোমা নিয়ে ব্যাংক ডাকাতির চেষ্টা, যুবক গ্রেপ্তার কারাগারে ডিভিশন পাবেন ডা. সাবরিনা শ্বশুরবাড়িতে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেফতার শাশুড়ির শত কোটি টাকা আত্মসাৎ, স্ত্রীসহ আ.লীগ নেতা কারাগারে চাঁপাইনবাবগঞ্জের প্রেসক্লাবের সাবেক সভাপতি আইসিটি আইনে কারাগারে পরকীয়ায় জড়িত সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা কারাগারে মানসিক স্বাস্থ্য বিষয়ক তিনদিনব্যাপী অনলাইন প্রশিক্ষণ শুরু দিনাজপুর কারাগারে হাজতির মৃত্যু SHARES Matched Content সারা বাংলা বিষয়: কর্মকর্তাকারাগারেদেয়ায়পরকীয়ায়বাধাব্যাংকমারধরস্ত্রীকে