মির্জাগঞ্জে বরগুনা-বরিশাল মহাসড়ক ভেঙ্গে যান চলাচল বন্ধ, দূর্ভোগে যাত্রীরা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২০ মির্জাগঞ্জ (পটুয়াখালী) উপজেলা প্রতিনিধি: গত কয়েকদিনের টানা বর্ষণে পটুয়াখালীর মির্জাগঞ্জে মাধবখালী ইউনিয়নের চৈতা এলাকায় বরিশাল- বরগুনা মহাসড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ওই স্থান দিয়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ হয়ে গিয়েছে। গর্তের কারণে গতকাল শুক্রবার রাতে যাত্রীবাহী একটি বাস গর্তে পড়ে গেলে এতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। শনিবার (২৫ অক্টোবর) সরেজমিনে দেখা গেছে মহাসড়কের চৈতা এলাকায় রাস্তাটির উত্তর এবং দক্ষিণ পাশে দুটি গর্ত হয়েছে। এরমধ্যে দক্ষিণ পাশের গর্তটি অপেক্ষাকৃত বড়। দুই পাশ দিয়ে গর্ত হওয়ায় মাঝখান দিয়ে ছোট যানও ঝুঁকি নিয়ে চলাচল করছে । গতকাল রাত আটটার দিকে যাত্রীবাহী একটি বাস এখানে পড়ে গেলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে বরগুনা থেকে ঢাকাগামী ও বরিশালগামী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। চৈতা গ্রামের বাসিন্দা মো: কাউসার মিয়া জানান, রাতে দুর্ঘটনার পর যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এতে মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। এখন মোটরসাইকেল ও ছোট অটো চললেও তা ঝুঁকি নিয়ে চলাচল করছে। ট্রাকটর চালক বেলাল মিয়া (৪০) জানান, আমি খুলনা থেকে এসেছি বরগুনা যাওয়ার জন্য। গত রাতে এখানে আটকা পড়েছি । রাস্তার দুই পাশ দিয়ে গর্ত থাকায় কোনভাবেই ট্রাক নিয়ো যাওয়া সম্ভব নয় তাই দুর্ভোগ পোহাতে হচ্ছে। মুঠোফোনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন জানান, বৃষ্টির কারণে সৃষ্ট গর্ত টি মেরামত করা খুবই জরুরী। উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আজকের মধ্যেই রাস্তার ওই অংশটুকু যান চলাচলের সুবিধার্থে মেরামত করে দেওয়া হবে। Share this:FacebookX Related posts: করোনার ঝুঁকি এড়াতে মির্জাগঞ্জে স্কুল মাঠে বসল বাজার মির্জাগঞ্জে ঘর ভাংচুর, তরুণীকে পিটিয়ে জখম মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু মির্জাগঞ্জে ভাইস-চেয়ারম্যানকে পিটালো ছাত্রলীগনেতা মির্জাগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তি ও তার স্ত্রীর রিপোর্ট পজিটিভ মির্জাগঞ্জে চোরাই মালামালসহ আটক-২ মির্জাগঞ্জে ২ বছরেও শেষ হয়নি সড়ক নির্মানের কাজ ভোগান্তিতে এলাকাবাসী মির্জাগঞ্জে ঘরে ঢুকে ৩ জনকে কুপিয়েছে দুবৃর্ত্তরা মির্জাগঞ্জে আ.লীগের অফিস ভাংচুর, গ্রেফতার -৩ মির্জাগঞ্জে ১৭ বছরেও হয়নি কমিটি, নেতৃত্বশূন্য ছাত্রদল মির্জাগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ,২ জনকে কুপিয়ে জখম মির্জাগঞ্জে ভাসমান বেডে সবজি চাষে সফল কৃষক শাহাজাদা SHARES Matched Content দেশের খবর বিষয়: দূর্ভোগে যাত্রীরাবরগুনা-বরিশাল মহাসড়কভেঙ্গেমির্জাগঞ্জেযান চলাচল বন্ধ