ডাব বিক্রেতাকে চাপা দিয়ে খাদে পড়ল বাস

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২০

নিউজ ডেস্ক :রাজশাহীর পুঠিয়ায় আনারুল ইসলাম (৩৫) নামে এক ডাব বিক্রেতাকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে বাস। এতে ঘটনাস্থলে মারা গেছেন আনারুল। বুধবার সকালে নগরীর উপকণ্ঠ বেলপুকুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনারুল জেলার চারঘাট উপজেলার নিমপাড়ার মখসেদ আলীর ছেলে। রাজশাহী-ঢাকা মহাসড়ক ধরে বাইসাইকেলে করে ডাব নিয়ে যাচ্ছিলেন তিনি।

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, সকালে বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারায়। ওই সময় বাইসাইকেল আরোহী আনারুলকে চাপা দিয়ে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ডাব বিক্রেতা আনারুল মারা যান।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এছাড়া ওই বাসের চালককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলাও করা হয়েছে বলে জানান তিনি।